মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতির কারণে জয়েন্ট এন্ট্রান্সের দুটি পর্বের পরীক্ষার দিন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে ঘোষণা করা হল জয়েন্ট এন্ট্রান্সের দু’দফা পরীক্ষার দিনক্ষণ। মঙ্গলবার পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল। জয়েন্ট এন্ট্রান্স (মেন)-এর তৃতীয় পর্বের পরীক্ষা হবে ২০ থেকে ২৫ জুলাই, চতুর্থ দফার পরীক্ষা হবে ২৭ জুলাই থেকে ২ অগস্ট। করোনা পরিস্থিতিতে যাঁরা নাম রেজিস্টার করতে পারেননি, তাঁদের আরও একবার আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ৯ অগস্ট চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশিত হবে।
শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানান, মঙ্গলবার রাত থেকেই আবেদন করা যাবে। ৮ জুলাই রাত পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় থাকছে। আর চতুর্থ পর্বের পরীক্ষার জন্য আবেদন করতে হবে ৯ থেকে ১২ জুলাইয়ের মধ্যে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, রেজিস্ট্রেশনের সময় পরীক্ষার সেন্টার বদল করতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্র বদলাতে চাইলে আগামী তিনদিনের মধ্যে তা জানাতে হবে। তবেই যাতে পরীক্ষার্থীরা নিজেদের পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পরবে সেই চেষ্টা করবে শিক্ষামন্ত্রক।
আরও পড়ুনঃ বাড়ছে এটিএম চার্জ, চেকবই-এর খরচ, ১ আগস্ট থেকে চালু হবে নতুন নিয়ম
এদিকে রাজ্যে ২০২০-র মার্চ থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সশরীরে কোনো ক্লাস হচ্ছে না। করোনার জেরে অনলাইন ক্লাসই পঠনপাঠনের একমাত্র ভরসা। এই পরিস্থিতিতে কবে থেকে আবার ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারবে, তা নিয়ে চলছে জোর আলোচনা। আগামীকাল বুধবার এই বিষয় নিয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584