নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হল সর্বভারতীয় জয়েন্টের মেন পরীক্ষার ফলাফল। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল টুইটারে ঘোষণা করেন, ” আর কয়েক ঘন্টার মধ্যেই সর্বভারতীয় জয়েন্টের মেন (জেইই-মেন) ফেব্রুয়ারি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নজর রাখুন।” মন্ত্রীর ঘোষণার তিন ঘন্টার মধ্যে প্রকাশিত হল ফলাফল।
The results of the #JEE (Main) February 2021 session will be released by the National Testing Agency in a few hours from now. Stay Tuned. @DG_NTA
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) March 8, 2021
করোনা পরিস্থিতির মধ্যে গত ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার আয়োজন করা হয়। ১ মার্চ জেইই-মেনের ফেব্রুয়ারি সেশনের প্রভিশনাল অ্যানসার কি প্রকাশ করেছিল এনটিএ।
Results of JEE-Mains for February 2021 session announced: Ministry of Education
— Press Trust of India (@PTI_News) March 8, 2021
এবার পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছেন ২২ লাখ পরীক্ষার্থী, তার মধ্যে ৬.০৫ লাখ পরীক্ষা দিয়েছেন ফেব্রুয়ারি সেশনে। বাকিরা মার্চ এপ্রিল এবং মে সেশনে পরীক্ষা দেবেন। তারপর আগামী জুনে জেইই- মেনে চুড়ান্ত ক্রমপর্যায় ঘোষণা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584