জেফ বেজোসের প্রমোদতরণী যাবে সমুদ্রে, ভাঙ্গা হবে নেদারল্যান্ডসের জাতীয় স্মারক ‘ডি হেফ’ সেতু

0
65

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পাড়ি দেবে অ্যামাজন কর্তার বিলাসবহুল প্রমোদতরণী, তাই নেদারল্যান্ডে ভাঙ্গা হবে ঐতিহাসিক সেতু ‘ডি হেফ’ যার সরকারি নাম ‘কোনিংশ্যাভেন’। জেফ বেজোসের ১২৭ মিটার উচ্চতার বিলাস বহুল প্রমোদতরণী ঐ সেতুতে আটকে যাবে তাই এটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উল্লেখ্য, ‘ডি হেফ’ বর্তমানে নেদারল্যান্ডসের জাতীয় স্মারক।

De Hef Bridge
ডি-হেফ ব্রিজ , ছবিঃ ইউরোনিউজ.কম

রোটারডাম শহরের দুই অংশের সংযোগকারী ‘ডি হেফ’ সেতুটির দীর্ঘ ইতিহাস রয়েছে। সম্পূর্ণ ইস্পাতের তৈরি এই সেতু তৈরির কাজ শুরু হয় ১৮৭৭ সালে, ১৮৭৮ সালে আনুষ্ঠানিক ভাবে চালু হয় সেতুটি। প্রথমে জাহাজ চলাচলের সুবিধার জন্য সেতুটিকে প্রয়োজন মতো ঘোরানো যেত। ১৯২৭ সালে একে ‘লিফট ব্রিজ’ হিসাবে তৈরি করা হয়। ১৯৪০সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বোমাবর্ষণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেতুটি।

Jeff Bezos
জেফ বেজোস, ছবিঃ টুইটার

সম্প্রতি সংস্কারও করা হয় এই সেতুর এই কারণে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সেতুতে যান চলাচল বন্ধ ছিল। রোটারডাম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই সেতুটি শহরের দু’টি অংশকে সংযুক্ত করে কাজেই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে সেসময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে সেতুটি ভাঙা হবে না। এখন নতুন করে ভাঙ্গার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ চীনের সঙ্গে CPEC চুক্তি স্বাক্ষর পাকিস্তানের, ভারতের উদ্বেগ কি বাড়লো তাতে!

সংবাদমাধ্যম সূত্রের খবর, বিলাসবহুল ওই প্রমোদতরণীটি নির্মান করেছে ডাচ সংস্থা ওশানকো, যার সঙ্গে গত বছর থেকে যুক্ত হয়েছেন জেফ বেজোস। সেতু বিতর্ক সামাল দিতে শহরের মেয়রের দফতরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সেতুটিকে পাকাপাকি ভাবে ভেঙে ফেলা হচ্ছে না। বেজোসের প্রমোদতরণীটি সমুদ্রে চলে যাওয়ার পর তা ফের নির্মাণ করে দেবে ওশানকো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here