নিয়মের বাঁধনে ম্লান গৌরি মায়ের ঝাপান মেলা

0
46

অতনু ঘোষ, পূর্ব বর্ধমানঃ

পূর্ব বর্ধমান জেলার বড় মেলা গুলির মধ্যে অন্যতম হল মেমারি ১নম্বর ব্লকের চোটখণ্ড গ্রামের জগত গৌরি মায়ের ঝাপান মেলা।পশ্চিম বাংলার বিভিন্ন জেলার মানুষ এই মেলায় অংশগ্রহণ করে । ভক্তদের কথায় জানা যায়, মা খুব জাগ্রত, মায়ের কাছে যে যা মনস্কামনা করে মা তাদের আশা পূর্ণ করেন।

puja | newsfront.co
পূজার আয়োজন ৷ নিজস্ব চিত্র

এই চোটখন্ড ঝাপান মেলা উপলক্ষে প্রত্যেক বছর আশেপাশের গ্রামগুলোতে জাঁকজমকও চোখে পড়ার মতো।প্রতি বছর ভাদ্রমাসের গণেশ চতুর্থীর পরের দিন অর্থাৎ পঞ্চমীতে মায়ের পূজা অনুষ্ঠিত হয়।মায়ের মূর্তি পাথরের তৈরি ।

goat | newsfront.co
নিজস্ব চিত্র

কথিত আছে কেউ বা কারা মায়ের মূর্তি নিয়ে পালিয়ে যাওয়ার সময় হঠাৎ পাথরের মূর্তি ভারী হয়ে যায় এবং সেখানেই মূর্তি রেখে চোরেরা পালিয়ে যায়। প্রত্যেক বছর মায়ের পূজা কে কেন্দ্র করে প্রচুর দোকান পাট বসে ।

person | newsfront.co
বসন্ত রুইদাস, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি ৷ নিজস্ব চিত্র
man | newsfront.co
শেখ সাহিন, পুজোর আয়োজক ৷ নিজস্ব চিত্র

কিন্তু এবছর করোনা অতিমারির জন্য মন্দির কমিটি ও সেবাইত এবং প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নিয়ম বিধি বেঁধে দেয়া হয়েছে ।যেমন মাস্ক ছাড়া মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না এবং প্রতি গ্রাম থেকে ষোলআনার পুজো ২ জন করে নিয়ে আসতে পারবে এবং আরো বেশ কিছু নিয়ম বিধি লাগু করা হয়েছে ।

আরও পড়ুনঃ শহীদ জওয়ান রাজীব থাপার পূর্ণাবয়ব মূর্তি স্থাপন

এবছর বলিদান সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে । প্রতিবছর এই দিনটাতে এলাকার মানুষ আনন্দে মেতে থাকেন তবে এবছর সে সবের আর সুযোগ নেই ।তাই এলাকার মানুষের মন বেশ ভারাক্রান্ত তা বলার অপেক্ষা রাখে না ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here