নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম শহরে বন্যা নিয়ন্ত্রণে প্রায় ২ কোটি টাকার গভীর ক্যানেল তৈরির কাজ বনদফতর এক বছরেও শেষ করতে পারেনি। ফলে,সামান্য বৃষ্টিতেই শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় জঙ্গলের জল ঢুকে যাচ্ছে। বর্ষার আগে জেলা প্রশাসন অবিলম্বে এই কাজ শেষ করার নির্দেশ দিল বনদফতরকে। ওই ক্যানেলের কাজ পরিদর্শন করেন ঝাড়গ্রামের মহকুমা শাসক সুবর্ণ রায়। সঙ্গে ছিলেন বনদফতরের আধিকারিকরাও।
জানা গিয়েছে, ১ কিলোমিটারের বেশি দীর্ঘ ওই ক্যানেল তৈরির কাজ শেষ হলে জঙ্গলের জল আর শহরে ঢুকবে না। এর ফলে শহরে বন্যা পরিস্থিতিও তৈরি হবে না। সেই লক্ষ্যেই গত বছর জুন মাস থেকে প্রায় তিন মিটার গভীর ওই ক্যানেল তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু এখনও তা শেষ করতে পারেনি বনদফতর।
আরও পড়ুনঃ একশো দিনের কাজের মজুরিতে অসন্তোষ প্রকাশ, বিডিও অফিসের সামনে বিক্ষোভ
এদিন পরিদর্শন শেষে মহকুমা শাসক সুবর্ণ রায় বলেন, “ক্যানেল খননের কাজ দেখতে এসেছিলাম। ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। কিছু কাজ বাকি আছে। ১২ দিনের মধ্যে তা শেষ করতে বলেছি। এই কাজ শেষ হলে শহরে অতিরিক্ত জল ঢুকবে না।” ঝাড়গ্রামের ডিএফও বলেন, “খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে। লকডাউনের ফলে কাজে দেরি হয়েছে। আশা করছি, আগস্ট মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584