ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
‘পিএম কেয়ার্স’-এ অনুদান ও ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোডের শর্তে প্রাক্তন বিজেপি এমপি সহ মোট ৬ জনের জামিন মঞ্জুর করল ঝাড়খন্ড হাইকোর্ট।
সংবাদসংস্থা ‘লাইভ ল্য’ সূত্রে জানা গেছে যে আদালত ৬ জনকেই ‘পিএম কেয়ার্স’ ফান্ডে ৩৫০০০ টাকা করে জমা দিয়ে আদালতের কাছে প্রমাণ দেখাতে হবে। ঝাড়খন্ড হাইকোর্টের বিচারপতি অনুভা রাওয়াত চৌধুরী আরও নির্দেশ দেন যে তাদের প্রত্যেককেই ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোড করে ‘কভিড১৯’ মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের জারি করা সমস্ত নির্দেশিকা ঠিকঠাক মেনে চলতে হবে।
জানা গেছে ২০১২ সালের ১৫ই মার্চ মাসে পাকুড়ে এক ‘রেল রোকো’ আন্দোলনে অভিযুক্ত হন বিজেপির প্রাক্তন সাংসদ সোম মারান্ডি, বিবেকানন্দ তিওয়ারি ,অমিত আগ্রওয়াল, হিসাবি রায়, সঞ্চয় বর্ধন ও অনুগ্রহ নারায়ণ। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়। রেলওয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই ছয়জনকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।
তারপর তারা সেশন কোর্টে আবেদন করেন । সেখানে আবেদন খারিজ হলে হাইকোর্টে ক্রিমিনাল রিভিশন পিটিশন দায়ের করেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584