ক্লাবের প্রতি ক্ষোভ, ইস্টবেঙ্গল ছাড়লেন জনি অ্যাকোস্টা

0
44

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ইস্টবেঙ্গল ‘উদাসীন’। ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন জনি অ্যাকোস্টা। সোমবারই নিজভূম কোস্টারিকার উদ্দেশে রওনা দিলেন তিনি। করোনাভাইরাস এবং লকডাউনের জেরে সম্প্রতি বিদেশে প্লেয়ারদের সঙ্গে চুক্তি বাতিলের পথে হেঁটেছিল ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর কোয়েস কর্প।

Jhonny Acosta | newsfront.co
গ্রাফিক্স চিত্র

২০১৮-১৯ সালের বিশ্বকাপে রানার আপ কোস্টারিকা দলের মিড ডিফেন্ডার খেলেছিলেন জনি অ্যাকোস্টা। ইস্টবেঙ্গলে দুটি সিজন খেলেন এই বিশ্বকাপার। প্রথমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লাব, বেতন সমস্যা এবং দেশে ফেরানোর ব্যবস্থা না করা নিয়ে ক্ষোভ উগরে দেন জনি।

তিনি লেখেন, “জীবনের একটা অধ্যায় শেষ করলাম। তবে এবার অভিজ্ঞতা একটু অন্যরকম। কোয়েস ইস্টবেঙ্গল এফসির প্রতি আমার অনেকখানি ভালবাসা ও শ্রদ্ধা ছিল। কিন্তু চুক্তি আর বেতন নিয়ে কোনও সমস্যাই এখনও পর্যন্ত মিটল না। প্রতিশ্রুতি রাখল না তাঁরা।

আরও পড়ুনঃ বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে সামিল প্রিমিয়র লিগ

এমনকী আমার কোস্টারিকা ফেরার ব্যবস্থাও করে দিল না। আমার প্রতি কোনও সহানুভূতিও দেখানো হল না।” এরপরই ইস্টবেঙ্গল ছেড়ে কোস্টারিকার উদ্দেশ্যে পাড়ি দেন জনি অ্যাকোস্টা। অন্যদিকে, অনুরাগীদের প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লেখেন, “এখানে খুব ভাল সময় কাটিয়েছি। আমার পাশে থাকায় সমর্থকদের ধন্যবাদ জানাই। ওঁদের সবসময় মনে রাখব। ধন্যবাদ ইস্টবেঙ্গল এফসি”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here