দর্শনার্থীদের দূরে রেখেই সম্পন্ন হল দমদমের ঝুলন যাত্রা

0
249

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তারই মধ্যে ৩০ জুলাই থেকে ৪ অগাস্ট দমদমের কুণ্ডু বাগানে লোকনাথ সাহার বাড়িতে অনুষ্ঠিত হল ঝুলন যাত্রা উৎসব। এবার তাঁদের এই ঝুলন যাত্রা ১১ তম বর্ষে পদার্পণ করল, জানালেন উদ্যোক্তা লোকনাথ সাহা।

Radha krishna | newsfront.co
নিজস্ব চিত্র

সাম্প্রতিককালে করোনার ভয়াবহতা থেকে শুরু করে আমফানে বিধ্বস্ত বাংলা, কৃষ্ণের জন্ম, অতীতে মথুরার গ্রামের দৃশ্য, বর্তমান ও অতীতের মানুষের জীবনে যেসব ঘটনা ঘটে চলেছে সেগুলি তুলে ধরা হয়েছে এবারের ঝুলন যাত্রায়।

Jhulan yatra | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত, এই ঝুলন যাত্রার পরিচালক কৃষ্ণ সাহা রথের আগের দিন থেকে বহু সংখ্যক পুতুল দিয়ে অক্লান্ত পরিশ্রম করে ঝুলন যাত্রার প্রস্তুতি শুরু করেন। করোনার কারণে কোনও দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি উৎসবে। শিল্পীর হাতের কাজ প্রশংসার দাবি রাখে। শিল্পী পুরীর রথের আদলে তৈরি করেন একটি রথ। রথযাত্রা উৎসবের দিনে তাঁর তৈরি রথ দমদম এলাকায় যথেষ্ট সুনাম অর্জন করে।

আরও পড়ুনঃ কুমারটুলি মৃৎশিল্পীদের রাখি পরালেন রূপান্তরকামীরা

ঝুলন যাত্রার পরিচালক কৃষ্ণ সাহা নিজের এই উদ্যোগ নিয়ে বেশ আশাবাদী। বিশ্বের দরবারে তাঁর এই ঝুলন যাত্রা স্থান পাক এমনই আশা তাঁর। দমদমের কুণ্ডু বাগান অঞ্চলে এই ১১বছরের পুরনো ঝুলন যাত্রা উৎসব এলাকায় যথেষ্ট সাড়া ফেলে প্রতিবছর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here