নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
প্রোমো চলছে অনেকদিন থেকেই। অবশেষে জানা গেল কোন স্লটে আসছে ধারাবাহিক ‘জীবন সাথী’। চ্যানেলের তরফে জানানো হল আগামী ৫ অক্টোবর থেকে সোম থেকে শনি ঠিক রাত ৮ টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
এই প্রথমবার কোনও ধারাবাহিকে দেখা যাবে এভারগ্রিন ইন্দ্রাণী দত্তকে। তাঁর চরিত্রের নাম শালংকারা। এক অভিজাত বস্ত্র প্রতিষ্ঠানের মালকিন সে।
গল্প আবর্তিত হবে শালংকারা এবং দুই বোন প্রিয়ম ও ঝিলমকে কেন্দ্রে রেখে। ক্ষমতা, দম্ভ, প্রতিভা আর সৌন্দর্যের লড়াই চলবে এই গল্পে।
বাকিটা জানতে হলে তো দেখতে হবে নতুন ধারাবাহিক ‘জীবন সাথী’। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনায় ‘ব্লু’জ’-এর ব্যানারে আসছে এই ধারাবাহিক। পরিচালনার দায়িত্বে আছেন বিদ্যুৎ সাহা।
আরও পড়ুনঃ অনিন্দ্য ভাবনায় ‘পোয়েট্রি ইউনিটস’
ইন্দ্রাণী দত্ত ছাড়াও রয়েছেন শ্রাবণী ভুঁইয়া, সায়ন কর্মকার, দিয়া সহ আরও অনেকে। ‘জীবন সাথী’ দেখুন ৫ অক্টোবর থেকে সোম থেকে শনি রাত ৮ টায়, জি বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584