নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ভিভোর জায়গায় নতুন টাইটেল স্পনসর হবে ভারতীয় সংস্থা সেটা জানা ছিল। কিন্তু এই অতিমারির মধ্যে এত কম সময়ের সময়ে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থার মতো বছরে ৪৪০ কোটি টাকা নতুন টাইটেল স্পনসরের থেকে পাওয়া কঠিন বোর্ড কর্তাদের।
তাই ২৫০ থেকে ৩০০ কোটি টাকার বাৎসরিক টাইটেল স্পনসর চাইছেন বোর্ড কর্তারা। শোনা যাচ্ছে ভারতীয় সংস্থার মধ্যে টাটা, স্টার ইন্ডিয়ার পাশাপাশি রিলায়েন্স জিওর নাম টাইটেল স্পনসরশিপের দৌড়ে আছে বলে শোনা যাচ্ছে। পেপসি, কোকের মতো বহুজাতিক সংস্থার নামও আলোচনায়।
আরও পড়ুনঃ দূরত্বের নিয়ম মেনে আইপিএলে যেতে পারবে ক্রিকেটারদের পরিবার
তবে দৌড়ে এগিয়ে এই মুহূর্তে রিলায়েন্স জিও। তারা এমনিতেও বাকি দলগুলোর জার্সিতে স্পনসর করে। তবে তাঁদের দল রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে। সেখান থেকে স্বার্থের সংঘাত হতে পারে এই নিয়ে সজাগ সৌরভেররা। ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশতে কোপ মেরে স্পনসর আনলেও কে হবে সেই স্পনসর এই নিয়ে ধন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584