নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
১ ডিসেম্বর ২০২১ থেকে ২০ শতাংশ বাড়বে জিও-র প্রিপেড রিচার্জের খরচ, জানিয়েছে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড। টেলিকম ইন্ডাস্ট্রিকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি রক্ষা করতে তারা দায়বদ্ধ এমনটাই জানিয়েছে সংস্থা।
জিও-র ৭৫ টাকার প্ল্যান ১ ডিসেম্বর থেকে বেড়ে হবে ৯১ টাকা, ১২৯ টাকার প্ল্যানের দাম এবার হবে ১৫৫ টাকা, ৩৯৯ টাকার প্ল্যানটি বেড়ে হচ্ছে ৪৭৯ টাকা, ১২৯৯ টাকার প্ল্যানের দাম হতে চলেছে ১৫৫৯ টাকা ও ২৩৯৯ টাকার প্ল্যানের দাম দাঁড়াবে ২৮৭৯ টাকা। তবে এর অনেকগুলিই ২০ শতাংশের বেশিই বাড়ছে বলে দেখা গিয়েছে সে বিষয়ে অবশ্য রিলায়েন্সের তরফে কিছু জানানো হয়নি।
শুধু বেসিক প্ল্যান নয়, দাম বাড়ছে জিও-র ডেটা টপ আপের-ও। ৬ জিবি টপ আপ করতে ১ ডিসেম্বর থেকে ৫১ টাকার পরিবর্তে দিতে হবে ৬১ টাকা, ১২ জিবি ডেটা টপ আপের ক্ষেত্রে ১০১ টাকার বদলে লাগবে ১২১ টাকা আর ৫০ জিবি ডেটা টপ আপের দাম ২৫১ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩০১ টাকা।
আরও পড়ুনঃ এয়ারটেলের পথে হেঁটে প্রিপেড প্ল্যানের দাম বাড়াচ্ছে ভোডাফোন-আইডিয়াও
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584