নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কর্মীরা নতুন সভাপতির পাশাপাশি পেলেন নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষকও। পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবরের প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক হলেন প্রাক্তন মন্ত্রী জিতিন প্রসাদ। বংশপরিচয়ে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়।
শুক্রবার পশ্চিমবঙ্গের নতুন পর্যবেক্ষকের নাম ঘোষণা করেছে এআইসিসি। নতুন পর্যবেক্ষকের দায়িত্বভার পড়েছে প্রাক্তন কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রী জিতিন প্রসাদের ওপর। কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।
আরও পড়ুনঃ করোনা আবহে এবছর দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে তর্পণ করা যাবে না
জিতিন প্রসাদের প্রমাতামহ পূর্ণিমা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইঝি। কবিগুরুর ভাই হেমেন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে ছিলেন তিনি।
গত বুধবার রাতে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করে এআইসিসি। দায়িত্ব পান লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584