‘হয়তো তোমারই জন্য’ সিরিয়ালে দেখা যাবে না জিতু কামালকে, কিন্তু কেন?

0
158

নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ

আকাশ আটের জনপ্রিয় টেলি সিরিয়াল সুদীপ্ত ঘটক পরিচালিত ‘হয়ত তোমারই জন্য’। সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিতু কামাল (আদি) ও সম্পূর্ণা মণ্ডল (জয়ী)। কিন্তু কিছুদিনের জন্য সিরিয়ালে দেখা যাবে না মুখ্য চরিত্র আদি-কে। সিনেমার শুটিং-এর জন্য কিছুদিন টেলিভিশন থেকে অব্যাহতি আদি চরিত্রের অভিনেতা জিতু কামালের।

anniversary episode
আদি আর জয়ীর বিবাহবার্ষিকীর দৃশ্য

জিতুকে নিয়ে ‘হয়তো তোমারই জন্য’-র শেষ যে পর্ব শুট করা হল তা আদি আর জয়ীর বিবাহবার্ষিকীর দৃশ্য। সিনেমার শুটিং সেরে জিতু আবার ফিরবেন ডিসেম্বর মাসে, বেশ অনেকদিন পর্দায় দেখা যাবে না আদি-কে। তবে জিতু জানালেন যে, সহ শিল্পী, কলাকুশলী অর্থাৎ ‘হয়তো তোমারই জন্য’-র গোটা ইউনিট এবং দর্শকদের খুব মিস করবেন তিনি।

Jitu Kamal
জিতু কামাল, অভিনেতা

বললেন, “আমার সিনেমা শুটিং-এ যাওয়ার আগে বিবাহ বার্ষিকীটা লাস্ট ডে শুট ছিল। আবার ডিসেম্বরে ফিরবো। কিন্তু এই বিবাহ বার্ষিকী অনুষ্ঠান শুটিং-এ সবার সাথে দারুণ মজা করে কাটিয়েছি। দেখতে থাকুন ‘হয়তো তোমারই জন্য’, সোম থেকে শনিবার সন্ধ্যে সাড়ে ৭টা ও সকাল সাড়ে ১০টার সময় আকাশ আটে।“

Jitu Kamal on Hoyto Tomari Jonno set

Hoyto Tomari Jonno

জয়ী থুরি অভিনেত্রী সম্পূর্ণা দর্শকদের উদ্দেশ্যে বললেন, “আমার খুবই ভালো লেগেছে শুটিং-এ। হৈ হৈ করে সবাই মিলে আমরা শুটিং করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। কিন্তু এখন গল্প যে জায়গায় দাঁড়িয়ে আছে একদিন ও হয়তো তোমারই জন্য মিস করলে আপনাদেরই লস। তাই আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন।“

আরও পড়ুনঃ মুক্তি পেল ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে ‘৮৩’-র ট্রেলার, কপিল দেবের ভূমিকায় রণবীর সিং

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here