৩৭০ ধারা অবলুপ্তির ১ বছর পর মুক্তি পেলেন জম্মু-কাশ্মীর বার অ্যাসোসিয়েশনের সভাপতি

0
53

আজহার হুসেইন, কাশ্মীর:

নিজস্ব চিত্র

প্রায় ১ বছর বন্দী থাকার পর জম্মু-কাশ্মীর বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মিঁয়া আব্দুল কাইয়ুম আজ মুক্তি পেলেন।

গত ২৭ তারিখ কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকে জানায় যে এই বর্ষিয়ান আইনজীবির বন্দিদশা ৬ই আগস্টের মধ্যেই শেষ হবে। গতকাল আবার কেন্দ্র সরকার সলিসিটর জেনারেল তুষার মেহেতার মাধ্যমে সুপ্রিম কোর্টকে জানায় যে মিঁয়া আব্দুল কাইয়ুমকে অতি শীঘ্র মুক্তি দেওয়া হবে। তবে শর্ত বেঁধে দেওয়া হয় আগামী ৭ ই আগস্ট পর্যন্ত তিনি কাশ্মীর যেতে পারবেন না। তাঁকে দিল্লিতে থাকতে হবে। এমনকি  কোনো প্রকাশ্য মতামত জানাতে পারবেন না তিনি।

আরও পড়ুন:সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে আরব আমীরশাহীতে পালিত হল হজ

উল্লেখ্য জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির সময় থেকেই তিনি বন্দী ছিলেন। তাঁকে জম্মু-কাশ্মীর পুলিশ ৩৭০ ধারা তোলার ৫ ঘণ্টা আগে গত বছরের ৪ ই আগস্ট রাতে গ্রেফতার করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here