আজহার হুসেইন, কাশ্মীর:
আর্টিকেল ৩৭০ এর অবলুপ্তি ও করোনা প্রাদুর্ভাবের ফলে জম্মু-কাশ্মীরের পর্যটন শিল্পে এক হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে পর্যটন দপ্তর সূত্রে জানা গেছে।
আরটিআই কর্মী এমএম শুহজা- এর ফাইল করা এক আরটিআইয়ের জবাবে পাবলিক ইনফরমেশন অফিসার (PIO) জানান, “২০১৯ সালের ৪ই জানুয়ারি থেকে ৩০শে জুন ২০২০ পর্যন্ত কাশ্মীর ডিভিশনে পর্যটন শিল্পে ক্ষতির পরিমাণ প্রায় ১১৬৬.৮১ কোটি টাকা।”
সেই আরটিআইয়ের জবাবে আরও জানানো হয় যে ২০১৮ সালে কাশ্মীর উপত্যকায় দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৮৩০৭৫৮ জন পর্যটক বেড়াতে এসেছিলেন। সেখানে ২০১৯ এ সংখ্যাটা ছিল ৫৬৫৫৩২। আর ২০২০ সালের জানুয়ারি মাস থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সংখ্যাটা দাঁড়িয়েছে মাত্র ১৭৮৭৪ এ। আরও জানানো হয়েছে কাশ্মীরে বেড়াতে এসে পর্যটকরা মাথাপিছু খরচ করেন প্রায় ২০ হাজার টাকা। সেই হিসাবে ২০১৮ সালে পর্যটকদের কাছ থেকে মোট আয় হয়েছে ১৬৬১.৫২ কোটি টাকা। ২০১৯ সালে এই আয়ের পরিমান ১১৩১.০৬ কোটি টাকা। সেই হিসাবে ২০২০ সালে সরকারের আয়ের পরিমাণ মাত্র ৩৫.৭৫ কোটি টাকা।
আরও পড়ুন:মহরমের শোভাযাত্রায় ‘না’ সুপ্রিম কোর্টের
স্বাভাবিকভাবেই আর্টিকেল ৩৭০ এর অবলুপ্তি ও করোনা অতিমারির ফলে বন্ধ থাকা পর্যটন শিল্পে ক্ষতির পরিমাণ প্রায় ১১৬৬.৮১ কোটি টাকা হওয়ায় বিপর্যস্ত কাশ্মীর উপত্যকার পর্যটন শিল্প।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584