নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
জেএনইউ-এর একজন অধ্যাপকের কেন্দ্রীয় সরকারের প্যানেল থেকে পদত্যাগ করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুনঃ জেএনইউ কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল কোচবিহারে
জানা গেছে, অধ্যাপক সিপি চন্দ্রশেখরকে কেন্দ্রীয় সরকারের অর্থনীতি সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তা খারিজ করে তিনি জানান, পরের দিনের এই সংক্রান্ত বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারবেন না।
সুত্রের খবর, চন্দ্রশেখর জেএনইউ-এর সেন্টার ফর ইকোনমিক স্টাডিজ অ্যান্ড প্ল্যানিং বিভাগের অধ্যাপক। তিনি তাঁর রেজিস্ট্রেশন লেটারে স্পষ্ট জানিয়েছেন, জেএনইউ-তে এখন যা পরিস্থিতি তাতে তাঁর পক্ষ কালকের বৈঠকে যাওয়া সম্ভব নয়। তাছাড়াও এখন বিশ্ববিদ্যালয়ের যা পরিস্থিতি তাতে মনে হয় না অর্থনীতি বিষয়ক কোনও পরিসংখ্যান বিশ্বাসযোগ্যতার সাথে পুনরুদ্ধার করা সম্ভব হবে, নিকট অতীতই সেই অধঃপতনের কথা বলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584