ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
গত ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে জেএনইউ ছাত্রী ও সমাজকর্মী নাতাশা নারওয়ালের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করল দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার নাতাশা ও আরেক ‘পিঞ্জড়া তোড়’ কর্মী দেবাঙ্গনা কলিতাকে উত্তর পূর্ব দিল্লির দাঙ্গার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
বৃহস্পতিবারই দিল্লির এক আদালতের অ্যাডিশনাল সেশন জাজ ধর্মেন্দ্র রানা আসিফ ইকবাল তানহা মামলায় মন্তব্য করেন যে দিল্লি দাঙ্গা সম্পর্কিত তদন্ত একপেশে ও একমুখী মনে হচ্ছে।
এর আগে এই একই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে ইউএপিএ (আনল্যফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট) ধারায় মামলা করা হয়েছে। অন্যদিকে দেবাঙ্গনাকে দিল্লির দরিয়াগঞ্জে সিএএ-বিরোধী আন্দোলনে যুক্ত থেকে গন্ডগোল পাকানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:সিএএ বিরোধী আন্দোলন:দুই ‘পিঞ্জড়া তোড়’ মহিলা কর্মী জামিন পাওয়ার পর আবার গ্ৰেফতার
ফেব্রুয়ারীতে দিল্লির জাফরাবাদ এলাকায় নতুন নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে গত ২৩শে মে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর তাদেরকে বিচারবিভাগীয় হেফাজতে ১৪ দিনের জন্য পাঠানো হয়।
আরও পড়ুন:জামিয়ার আর এক ছাত্র নেতা গ্ৰেফতার
‘পিঞ্জিরা তোড়’ দিল্লী ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হোস্টেলে মেয়েদের অধিকার ও সুযোগ-সুবিধা আদায় করা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584