নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
৫ জানুয়ারি দিলির জেএনইউ ক্যাম্পাসে ঘটে যাওয়া এবিভিপি-র কর্মী সমর্থকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধ্যাপকদের উপর অকথ্য অত্যাচার ও বর্বরতার নিন্দা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদীশ এম কুমার জানান, এটি “অত্যন্ত দুর্ভাগ্যজনক যন্ত্রণাদায়ক” ঘটনা।
যদিও ৫ জানুয়ারির পর থেকে একটি টুইট করা ছাড়া উপাচার্যকে কোনওভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধ্যাপকদের পাশে থাকতে দেখা যায়নি। উপাচার্যের অনুমতি ছাড়া ওই গুণ্ডাবাহিনী কিভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকেছিল সেই নিয়েও উঠেছিল প্রশ্ন।
আরও পড়ুনঃ কাটোয়া রোড সম্প্রসারণে প্রশাসনিক বৈঠকের আয়োজন
এ দিন উপাচার্য জানান, এই বিশ্ববিদ্যালয় বরাবরই বিতর্কের জন্য খ্যাত। তিনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব বিশ্ববিদ্যালয়ের কর্মীদের সাহায্যে আগের পরিস্থিতি ফিরিয়ে আনার। এজন্য তিনি ফ্যাকাল্টিদের উদ্দেশ্যে বলেন নতুন করে সব শুরু করার।
এ দিন তিনি জানান, “৫ জানুয়ারি যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। আমাদের ক্যাম্পাস যে কোনও ইস্যু নিয়ে তর্ক ও আলোচনার জন্য পরিচিত। হিংসা কোনও সমাধান নয়। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিকতা ফেরাতে প্রতিটি সুযোগকে আমরা কাজে লাগাব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584