মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
পরীক্ষা হয়েছিল নিয়ম মেনেই। ইতিমধ্যে বাকি সব প্রক্রিয়াই সম্পূর্ণ হয়েছে। অনেকের হাতে নিয়োগ পত্রও পৌঁছে গেছে। এইভাবেই মাসের পর মাস কেটেছে, তবুও পুলিশ কনস্টেবলের চাকরিতে যোগ দিতে পারেননি তাঁরা। একই পরীক্ষা দিয়ে ২৮০০ প্রার্থীতে চাকরিতে যোগ দিলেও বাকি সাড়ে ৬ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
আর এই অভিযোগ নিয়েই আজ সোমবার কলকাতায় হাজির হয়েছেন কয়েক’শ চাকরি প্রার্থী। বিভিন্ন জেলা থেকে আসা পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন ভবানী ভবনের সামনে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিক্ষোভস্থলে পৌঁছেছেন ডিসি সাউথ।
জানা গেছে, রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিয়েছিলেন এই বিক্ষোভরত প্রার্থীরা। এই পদের জন্য ৮ হাজার ৪১৯ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ২ হাজার ৮০০ জনের নিয়োগও হয়ে গিয়েছে। কিন্তু বাকিদের হাতে নিয়োগপত্র দিয়ে দেওয়া হলেও তাঁদের নিয়োগ হয়নি এখনও। এহেন পরিস্থতির মধ্যে এই নিয়োগের জন্য একটা আইনি জটিলতাও তৈরি হয়েছিল। নিয়োগে নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুনঃ সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর ফল ছাড়া আর কি কি হবে ডিজি লকারে! কিভাবে পাবেন এই অ্যাকাউন্ট?
সেই স্থগিতাদেশের মেয়াদ পেরিয়ে গেলেও কনস্টবেল পদে এখনও কেন নিয়োগ শুরু হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রার্থীরা। তাঁদের অনেকের হাতে নিয়োগ পত্র এসেছে কয়েক মাস হল। অথচ চাকরিতে যোগ দিতে পারছেন না তাঁরা। নিয়োগপত্র থাকলেও নিয়োগ এখনও পর্যন্ত শুরু হয়নি। অবিলম্বে নিয়োগ শুরুর দাবিতে এই বিক্ষোভ চলছে ভবানী ভবনের সামনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584