নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এবার হ্যাক হল প্রভাবশালীদের তথ্য। একরাতে হ্যাক হয়ে গেল একঝাঁক প্রভাবশালী ব্যক্তিত্বের টুইটার অ্যাকাউন্ট। “১০০০ বিটকয়েন পাঠালে ২০০০ ফেরত দেব।’’ এমনই অভিনব টুইট ঘিরে তোলপাড় গোটা মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে বর্তমান প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন, সেলিব্রিটি গায়ক থেকে শিল্পপতি- বহু প্রভাবশালী মার্কিন নাগরিকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এই রকম পোস্ট ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকায়। এলন মাস্ক-সহ অন্যান্য সেলিব্রিটিদের টুইটার অ্যাকাউন্ট থেকেও একইরকম টুইট করা হয়। সবার হ্যাকিংয়ের ধরন মোটামুটি এক। বয়ানও মোটের উপর একই ধাঁচের।
আরও পড়ুনঃ কলোজিয়ামের সম্মতি, কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়
ওই সব পোস্টে বলা হয়েছে, ‘‘করোনাভাইরাসের মোকাবিলায় আমি সমাজের জন্য কিছু করতে চাই। আমার অ্যাকাউন্টে আপনারা ১০০০ বিটকয়েন দিলে আমি ২০০০ বিটকয়েন ফেরত দেব।” প্রভাবশালীদের টুইটার হ্যান্ডেলে এহেন পোস্ট দেখে রীতিমতো বিভ্রান্ত হয়ে যান তাঁদের ফলোয়াররা। পরে জানা যায়, একসঙ্গে বহু প্রভাশালীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
আরও পড়ুনঃ পছন্দের চ্যানেল বাছতে নতুন অ্যাপ নিয়ে এল ট্রাই
টুইটার কর্তৃপক্ষও নিরাপত্তার খামতির ব্যাপারটা স্বীকার করে নেয়। তাঁরা দ্রুত এই টুইটগুলি ডিলিট করে দিলেও, অ্যাকাউন্টগুলি এখনও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি। টুইটারের ইতিহাসে এত বড় মাপের হ্যাকিং-এর ঘটনা আর হয়নি বলে জানান সাইবার বিশেষজ্ঞরা। দীর্ঘক্ষণ থাকার পরে অবশ্য টুইটগুলি মুছে দেওয়া হয়েছে। এর ফলে টুইটারের বিশ্বাসযোগ্যতায় বিরাট ধাক্কা খাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584