পরাস্ত ট্রাম্প, ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন জো বিডেন

0
100

খালিদ মুজতবা, ওয়েব ডেস্কঃ

অবশেষে ৭২ ঘণ্টার নাটকীয় জল্পনার অবসান। ট্রাম্পকে উৎখাত করে মার্কিন হোয়াইট হাউসের মসনদে জো বিডেন। মার্কিন রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত হল জো বিডেনের নাম। ভাইস প্রেসিডেন্ট হতে চলেছে ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস। মার্কিন মসনদ দখলে প্রয়োজনীয় সংখ্যা ছিল ২৭০।

Joe Biden | newsfront.co
জো বিডেন, কমলা হ্যারিস। ফাইল চিত্র

এদিন পেনসিলভেনিয়ায় জয় লাভ করেই সেই ম্যাজিক অঙ্ক জোগাড় করে ফেলতেই সুনিশ্চিত হয়ে যায়। বহু কেলেঙ্কারি নিয়ে সমাপ্তি ঘটল ট্রাম্প জামানার। শেষ পর্যন্ত বিডেনের সংগ্রহ ২৯০ টি ইলেক্টোরাল ব্যালট ও ট্রাম্পের সংগ্রহ ২১৪ টি ইলেক্টোরাল ব্যালট।

শনিবার যখন ভোটগণনা  শুরু হয়েছিল তখন বিডেন শিবিরের হাতে ছিল ২৫৩টি ইলেকটোরাল ভোট। ২১৪ টি ভোট নিয়ে ট্রাম্প শিবির ধুঁকতে থাকলেও, নাটক জমে ওঠে জর্জিয়ায় নতুন করে গণনা শুরু হওয়ায়। আশায় বুক বাঁধতে থাকে ট্রাম্প শিবির। কিন্তু পেনসিলভেনিয়াই বিডেনের ঝুলি ভরিয়ে দেয়।

ফলে গণকারচুপি, পুনর্গণনা ইত্যাদি কোনও অভিযোগই আর ধোপে টিকল না। ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে মার্কিন মসনদের দখল নিলেন জো বিডেনই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here