মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে প্রথম ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

0
147

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ইতিহাস গড়তে চলেছে আমেরিকা। মার্কিন ইতিহাসে এই প্রথম কোনও কৃষ্ণাঙ্গ মহিলা তথা ভারতীয় বংশোদ্ভুত হয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চলেছেন ক্যালিফোর্নিয়ার সেনেটর কমলা হ্যারিস। প্রেসিডেন্ট ট্রাম্পকে টেক্কা দেওয়ার জন্য এবার যৌথভাবে লড়াই করবেন বিডেন এবং কমলা।

Joe Biden and Kamala Harris | newsfront.co
বিডন-কমলা। ছবিঃ টুইটার

এই প্রথম আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদের জন্য দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত অ-শ্বেতাঙ্গ কোনও ব্যক্তি লড়াই করছেন। শুধু তাই নয়, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে তৃতীয় মহিলা হিসাবেও ভাইস-প্রেসিডেন্ট পদে লড়বেন তিনি।

একটা সময় কমলা মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইয়েও ছিলেন। কিন্তু ডেমোক্র্যাটদের দলের অন্দরের লড়াইয়ে জো বিডেনের কাছে হেরে যান তিনি। দলের অভ্যন্তরীণ নির্বাচনের সময় একাধিক বিতর্কে বিডেনকে তুলোধোনাও করেছেন কমলা। কিন্তু সেই বিডেনই এবার তাঁকে নিজের সঙ্গী হিসেবে বেছে নিলেন। সম্প্রতি টুইট করে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বিডেন বলেন, “আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, আমির সহযোদ্ধা হিসাবে কমলা হ্যারিসকে বেছে নিয়েছি”।

এরপরই প্রথম প্রতিক্রিয়ায় কমলা টুইট করেন, “আমেরিকার মানুষদের একত্রিত করতে পারবেন জো বিডেন। কারণ, তিনি সারাজীবন আমাদের জন্য লড়াই করে গিয়েছেন। প্রেসিডেন্ট হিসাবে উনি এমন এক আমেরিকা গড়ে তুলবেন, যা আমাদের আদর্শ মেনে চলবে। দলের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আমি সম্মানিত এবং তাঁকে (বিডেন) কমান্ডার এন চিফ বানানোর জন্য যা করার প্রয়োজন, তা করব”।

আরও পড়ুনঃ হোয়াইট হাউসের বাইরে চলল গুলি, নিরাপদেই আছেন ট্রাম্প

উল্লেখ্য, বছর ৫৫-র কমলার জন্ম চেন্নাইয়ে। জামাইকান ও ভারতীয় বাবা-মার সন্তান কমলা ডেমোক্র্যাটিক দলের এক তারকা প্রার্থী ছিলেন। জানা যাচ্ছে, কমলার মা শ্যামলা গোপালন ছিলেন ক্যানসার গবেষক। ২০০৯ সালে তাঁর মৃত্যু হয়। কমলার বাবা ডোনাল্ড হ্যারিস জামাইকান। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। খুব কম সময়েই কমলার বাবা-মা’র বিচ্ছেদ হয়ে যাওয়ার পর কমলা আমেরিকায় চলে আসেন।

আরও পড়ুনঃ খুশির খবর বেঙ্গল সাফারি পার্কে! তিন সন্তানের মা হল শীলা

২০১৭ সালে প্রথম অ-শ্বেতাঙ্গ মহিলা সেনেটর হিসেবে ক্যালিফর্নিয়া থেকে নির্বাচিত হন কমলা। তার আগে সানফ্রান্সিস্কোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ও ক্যালিফর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান সমালোচকও তিনি। কমলাকে নিয়ে পাঁচ জন ডেমোক্র্যাটিক প্রার্থী প্রেসিডেন্ট লড়াইয়ে নেমেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিডেন এবং কমলা। এবার তাঁরা যৌথভাবে লড়বেন রিপাবলিকানদের বিরুদ্ধে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here