ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
আমেরিকার সার্কিট কোর্টের প্রধান বিচারপতি শালীনা ডি কুমারকে মিশিগানের ‘ফেডারেল বিচারপতি’ পদে মনোনীত করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন। হোয়াইট হাউসের তরফে বুধবার এমনই ঘোষণা করা হয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত শালীনা ২০০৭ সাল থেকে ওকল্যান্ড কাউন্ট্রি সিক্সথ সার্কিট কোর্টে বিচারপতি পদে নিযুক্ত ছিলেন। সার্কিট কোর্টের প্রধান বিচারপতির পদে ২০১৮সালের জানুয়ারি মাসে তাঁকে নিয়োগ করে মিশিগান সুপ্রীম কোর্ট। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায় হোয়াইট হাউস।
হোয়াইট হাউস সূত্রে একথাও জানা গিয়েছে যে, এই প্রথম দক্ষিণ-এশীয় বংশোদ্ভূত কেউ হতে চলেছেন ফেডারেল বিচারপতি। দেওয়ানি ও ফৌজদারি দুই বিষয়ের মামলাতেই অভিজ্ঞ শালীনা। শালীনা ডি কুমার তাঁর এতদিনের পেশাগত জীবনে এডাল্ট ট্রিটমেন্ট কোর্টের প্রিসাইডিং জাজ হিসেবে কাজ করেছেন, এছাড়া ওকল্যান্ড কাউন্ট্রির ক্রিমিনাল এসাইনমেন্ট কমিটির চেয়ারপার্সন ছিলেন তিনি। পাশাপাশি মিশিগান স্টেট বার প্রফেশনালিসম কমিটির একজন সদস্য ছিলেন এবং মিশিগান জাজেস এসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সদস্যও ছিলেন তিনি।
আরও পড়ুনঃ নাগাল্যান্ড আরও ৬ মাসের জন্য ‘উপদ্রুত এলাকা’ ঘোষিত, মেয়াদ বৃদ্ধি ‘আফস্পা’র
প্রশাসনিক পদে যোগ দেওয়ার আগে ১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত একজন আইনজীবী হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করতেন শালীনা ডি কুমার। আমেরিকার বিভিন্ন নামী ল ফার্মের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে গ্র্যাজুয়েট হওয়ার পর, ১৯৯৬ সালে আইনের পাঠ সম্পন্ন করেন ডেট্রয়েট-মার্সি বিশ্ববিদ্যালয়ের ল স্কুল থেকে।
আরও পড়ুনঃ ৭ দিনের মধ্যে সরাতে হবে যাবতীয় পর্নোগ্রাফিক কন্টেন্ট, টুইটারকে কড়া বার্তা জাতীয় মহিলা কমিশনের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584