নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রয়োজন আর মাত্র ২০ টি ইলেক্টোরাল ভোট। তাহলেই ২৭০-এর ম্যাজিক ফিগার ছুঁয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের কুর্সি দখল করতে পারেন জো বিডেন। প্রেসিডেন্ট পদের দোরগোড়ায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ডেমোক্র্যাট চ্যালেঞ্জার জো বিডেন।

সরকারি ভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও বাইডেনের ঘোষণা, তাঁরাই এই দৌড়ে জিতছেন।আমেরিকাবাসীদের উদ্দেশেও সেই বার্তা দিয়েছেন বিডেন। জয়ীর মতোই ভারতীয় সময় শনিবার সকালে তিনি বলেছেন, ‘‘আমার সহ-নাগরিকরা, জয়ের চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি বটে। তবে সংখ্যা স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য কথা বলছে। আমরাই এই দৌড়ে জিতছি।”
আরও পড়ুনঃ জর্জিয়াতেও পিছিয়ে ট্রাম্প
শুধুমাত্র পেনসিলভেনিয়া নয়, জর্জিয়াতেও ট্রাম্পের থেকে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে বিডেন। অন্যদিকে, অ্যারিজোনা এবং নেভাদায় ‘লিড’ দ্বিগুণ করেছেন তিনি। ‘নিউ ইয়র্ক টাইমস’ -এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ২৫৩টি ইলেক্টোরাল ভোট পেয়ে গিয়েছেন বিডেন। ট্রাম্পের ঝুলিতে রয়েছে ২১৪টি ভোট।
আরও পড়ুনঃ পুতিনের অবসরের সংবাদে চাঞ্চল্য
বস্তুত, জর্জিয়ায়১৬টি, অ্যারিজোনায়১১টি এবং নেভাদায় ৬টি ইলেক্টোরাল ভোটের ফলাফলের চূড়ান্ত ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন আমেরিকাবাসী। ওই রাজ্যের জয়েই ট্রাম্পের ফের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।
এদিকে, প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বিডেনকে জয়ী ঘোষণা করল মার্কিন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’। নির্বাচনী ফলাফল সংগ্রহ, বিশ্লেষণ ও পূর্বাভাসের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের যথেষ্ট সুনাম রয়েছে।
‘ডিসিশন ডেস্ক’-এর সদরদপ্তর থেকে শুক্রবার তথ্য বিশ্লেষণের ভিত্তিত জানিয়েছে, জো বিডেনই হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট। সংস্থাটির পূর্বাভাস বলছে, ২০টি ইলেক্টোরাল ভোট বা আসন পেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়াতে বিডেনের জয় নিশ্চিত। এর ফলে এটা নিশ্চিত করে বলা যায় ওই রাজ্যের ইলেক্টোরাল ভোট-সহ মোট ২৭৩টি ইলেক্টোরাল ভোট পাবেন ডেমোক্র্যাট প্রার্থী। প্রতিষ্ঠানটি বলেছে, জো বিডেনই হচ্ছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584