ট্রাম্পের অভিবাসন নীতি-সহ ১৭ আদেশ বদলে সই বিডেনের

0
111

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

শপথের পরেই ডোনাল্ড ট্রাম্প নির্দেশিত একাধিক আইন পাল্টানোর নির্দেশে সই করলেন আমেরিকার ৪৬ তম মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন। ট্রাম্পের নেওয়া পরিবেশগত কর্মসূচী পাল্টে দেওয়া, অভিবাসন বিরোধী নীতির আমূল পরিবর্তন এমন একাধিক আইন বদলের পথে নতুন প্রেসিডেন্ট। আমেরিকার অর্থনীতিকে আরও স্বচ্ছল করার ডাক দিলেন তিনি।

President Joe Biden | newsfront.co

এর আগে কোনো প্রেসিডেন্টকে এতটা তৎপর হতে দেখা যায়নি। এদিন প্রেসিডেন্ট পদে ক্ষমতায় আসার প্রথম দিনেই ওভাল অফিসে ১৭ কার্যনির্বাহী আদেশ, স্মারকলিপি এবং ঘোষণাপত্র সই করেন।

রাষ্ট্রপতি গৃহীত পদক্ষেপগুলির মধ্যে প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদানের এবং প্রধানত মুসলিম এবং আফ্রিকান দেশগুলিতে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার অবসান ঘটাতে আদেশ প্রদান করা হয়েছিল।

আরও পড়ুনঃ সকল আমেরিকানের প্রেসিডেন্ট হিসাবে শপথ বাইডেনের, শুভেচ্ছা মোদী রাহুলের

ভোটের প্রচারে এবং তার পরেও ট্রাম্পের দ্বারা দেশের ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ করবে বিডেন সরকার এমনই ঘোষণা করেছিল ডেমোক্র্যাট দলের শীর্ষ পরামর্শদাতারা। বিডেন তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে ঐক্যের উপরই জোর দিয়েছিলেন। তিনি বিশ্বের উদ্দেশ্যে একে অপরকে প্রতিপক্ষ হিসাবে নয় বরং প্রতিবেশী হিসাবে দেখার প্রতি আহ্বান জানিয়েছিলেন। নাগরিক ও নেতাদের অনুরোধ করেছিলেন যে, “বাহিনীতে যোগ দিন এবং অশান্তির উত্তেজনা কমিয়ে দিন।”

আরও পড়ুনঃ বাংলাদেশকে ভ্যাকসিন পাঠাবে ভারত, বিপাকে পাকিস্তান

প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে মার্কিনীদের উদ্দেশ্যে অন্য এক আমেরিকা গড়ার ডাক দিলেন জো। যেখানে সাবই মিলে আশা, ঐক্য দিয়ে নতুন যুক্তরাষ্ট্র গড়ে তোলা হবে । গত চার বছরে ট্রাম্প জমানায় আমেরিকায় বারবার কৃষ্ণাঙ্গ আন্দোলন তীব্র হয়েছে । বর্ণগত মেরুকরণ তীব্র হয়ে উঠেছিল।

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ এর মত আন্দোলন হয়েছ। বহু দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরেছিল। সে সব ক্ষতে যেন প্রলেপ দিল বাইডেনের শপথ। মার্কিন রাষ্ট্রপতি বললেন, কোনও বিশেষ সম্প্রদায় বা বর্ণের নন, সমগ্র আমেরিকার রাষ্ট্রপতি তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here