সকল আমেরিকানের প্রেসিডেন্ট হিসাবে শপথ বাইডেনের, শুভেচ্ছা মোদী রাহুলের

0
70

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ৭৮ বছরের জো বাইডেন। প্রথা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস ক্যাপিটল হিলের ওয়েস্ট ফ্রন্টের সামনে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্টকে। প্রথম ভাষণেই গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। একই সঙ্গে তাঁর ঘোষণা ‘আমি সকল আমেরিকানের প্রেসিডেন্ট।’

Joe Biden | newsfront.co

মার্কিন রাষ্ট্রপতির শপথের পরই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।

প্রেসিডেন্টের শপথের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমায়োর শপথবাক্য পাঠ করান কমলা হ্যারিসকে।

টুইটারে বাইডেনকে শুভেচ্ছা জানান বারাক ওবামাও। ক্যাপিটল হিলে শপথ গ্রহণের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত বারাক ওবামা সস্ত্রীক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ বিডেন প্রশাসনের শীর্ষ পদে কাশ্মীর কন্যা

উল্লেখ্য, ২০০৮-২০১৬ ওবামা রাষ্ট্রপতি থাকার সময়, উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন জো বাইডেন। কিন্তু এবার তাঁর কাঁধেই দেশ পরিচালনার দায়িত্ব। কোভিড মোকাবিলার সঙ্গেই তাঁকে সামলাতে হবে ক্রমশ ঝিমিয়ে পড়া মার্কিন অর্থনীতিকে। মোকাবিলা করতে হবে, রাশিয়া-চিনের মত বৃহৎ শক্তিকেও।

আরও পড়ুনঃ বিশ্বের সবথেকে বেশি ক্ষমতাসম্পন্ন উৎক্ষেপণ যোগ্য ব্যালাস্টিক প্রদর্শন করলো উত্তর কোরিয়া

কয়েক ঘন্টা আগেই আমেরিকার প্রেসিডেন্ট পদে তাঁর উত্তরসূরি জো বাইডেনকে নাম না করে শুভেচ্ছা জানিয়ে হোয়াইট হাউস থেকে বিদায় নেন ডোনাল্ড ট্রাম্প।

বুধবার শেষ বারের মতো প্রেসিডেন্টের সরকারি বাসভবন ছাড়ার আগে ট্রাম্প বলেন, ‘আমি তাঁকে শুভকামনা জানাচ্ছি।’ তবে, হোয়াইট হাউস ছাড়ার আগে বিশেষ ক্ষমতা ব্যবহার করে নিজের ৭৩ জন অনুগামীকে ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প। ফলত ক্ষমতা হস্তান্তরের পরেও এই ৭৩ জনের বিরুদ্ধে কোনওরকম আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না রাষ্ট্রপতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here