ভারতকে হারানো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রুট

0
61

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে খেলে পরের মাসে ভারত সফর নিয়ে ভাবনা শুরু ইংল্যান্ডের। যে ভাবে অস্ট্রেলিয়ায় দাপটে সিরিজ জিতেছে ভারত, তাতে ব্রিটিশ অধিনায়ক জো রুট বেশ চিন্তিত ভারতকে নিয়ে।

Joe Root | newsfront.co

তিনি বলেন, “একে তো নিজেদের ঘরের মাঠে ভারত এতো ভালো খেলে। তারপর অস্ট্রেলিয়াকে হারিয়ে ওদের আত্মবিশ্বাস টগবগ করে ফুটছে। তাই ভারতকে হারানো বেশ কঠিন। আমাদের সেরার সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের দলের উন্নতিতে এই সিরিজ অনেক কাজে লাগবে। তাই আমরা সতর্ক ওদের হারানো চ্যালেঞ্জ হিসেবে দেখছি।”

আরও পড়ুনঃ মালিঙ্গাকে শুভেচ্ছা রোহিতের

শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল বেন স্টোকস এবং জোফরাআর্চারকে। তবে ভারতের বিরুদ্ধে তাঁরা দু’জনেই ফিরছেন। ব্রিটিশ অধিনায়ক জানান, “ওরা দুজনেই সেরা প্লেয়ার ওদের পেলে তো আমরা শক্তিশালী হবই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here