রুটের শত রানে প্রথম দিনের শেষে চিপকে অ্যাডভান্টেজে ইংল্যান্ড

0
52

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ের পরের সিরিজ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু প্রথম দিন সুখের হল না টিম ইন্ডিয়ার জন্য।

cricketer | newsfront.co

করোনা পর্বের পরে ঘরের প্রথমবার মাঠে খেলতে নেমেছিলেন বিরাট কোহালিরা। কিন্তু প্রথম টেস্টের প্রথম দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ডম ৮৩.৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ২৬৩/৩।

নিজের শততম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক রুট। ব্রিটিশদের দুই ওপেনার ররি বার্নস এবং ডম সিবলি শুরুটা ভালই করেছিলেন। ওপেনিং জুটিতেই তুলেছিলেন ৬৩ রান। প্রথম আঘাতটা ইংরেজ শিবিরে করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, বার্নস ৬০ বলে ৩৩ রান করে অশ্বিনের ডলিভারিতে আউট হন।ব্রিটিশদের ওপর ওপেনার ড্যান লরেন্সকে খাতা খুলতে দেননি তিনি বুমরাহ। ৬৩ রানেই ২ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ইংল্যান্ড অধিনায়ক রুট যেখানে শেষ করেন শ্রীলঙ্কা ম্যাচে এদিন ঠিক সেখানে শুরু করলেন।

আরও পড়ুনঃ স্পিন পিচে তিন স্পিনার নিয়ে নামতে পারে টিম বিরাট

সিডলিকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে ইনিংস গড়ে তোলেন।দিনের শেষ ওভারে সিডলিকে ২৮৬ বলে ৮৭ রান করে বুমরাহর বলে আউট হয়ে নিশ্চিত সেঞ্চুরি মিস করেন সিডলি। নিজের শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন রুট। কেরিয়ারের ২০তম শতরান করে ফেললেন। ১২৮ রান করে দিনের শেষে ক্রিজে তিনি। চোট পাওয়া অক্ষর প্যাটেলের জায়গায় ভারত সুযোগ দেন আর এক বাঁ হাতি স্পিনার শহবাজ নাদিমকে কিন্তু কোনো সুবিধা করতে পারেননি তিনি। কুলদীপ যাদবকে বসিয়ে রাখা নিয়ে উঠছে প্রশ্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here