অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে নজির গড়লেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ চিপকে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ২১৮ রানের ইনিংস খেলেন রুট৷ সেই সঙ্গে কেরিয়ারের শততম টেস্টে সর্বাধিক স্কোর করে ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক ৷
একই সঙ্গে চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের রানের পাহাড় গড়ল ইংল্যান্ড৷ কেরিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি করেন রুট৷ সেই সঙ্গে রেকর্ড গড়েন ইংল্যান্ডের এই ডানহাতি ব্যাটসম্যান৷ শততম টেস্টে সর্বাধিক স্কোরের নিরিখে প্রাক্তন পাক ব্যাটসম্যান ইনজামাম উল হককে পিছনে ফেলেন রুট৷ ইনজি ১৮৪ রান করেছিলেন ৷
আরও পড়ুনঃ আইপিএলের নিলামে নাম উঠলো সচিন পুত্রের, ফিরছেন শ্রীশান্ত
প্রথম দিনের মতো এদিনও রুট ভারতীয় বোলিংকে শাসন করলেন৷ ইনজামামের রেকর্ড ভাঙার পাশাপাশি কেরিয়ারের শততম দ্বিতীয় দিনে ক্যাপ্টেন হিসেবে টানা তিনটি টেস্টে দেড়শো রানের গণ্ডি টপকে স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলেন রুট৷ তারপর ডাবল সেঞ্চুরি করে হককে টপকে যান৷ ১৯টি বাউন্ডারি ও দু’টি ছক্কা হাঁকিয়ে ৩৪১ বলে ডাবল সেঞ্চুরি করেন রুট৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেও রুটের ব্যাট থেকে এসেছিল ডাবল সেঞ্চুরি৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584