নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
করোনাকে হারিয়ে ফিরেছে ক্রিকেট। আর ক্রিকেট ফেরার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টেও খারাপ খবর ইংল্যান্ড শিবিরের কাছে। বায়ো সিকিউর নিয়ম মেনে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন ইংরেজ পেস বোলিংর অন্যতম সেরা অস্ত্র জোফ্রা আর্চার।
করোনা-আবহে সাউদাম্পটনে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনা ঠেকানোর জন্য দু’দেশের ক্রিকেটারদের ‘বায়ো-সিকিউর’ পরিবেশে রাখা হয়েছিল। একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখা হয়েছিল তাঁদের। বাইরে থেকে কেউ ঢুকতে পারবেন না। ভিতর থেকেও কেউ বাইরে বের হতে পারবেন না। কিন্তু, আর্চার সেই নিয়ম ভাঙাতেই দল থেকে বাদ পড়লেন।
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলের আবেদনে মিলল ছাড়, লাইসেন্সের জন্য সময় বাড়াল ফেডারেশন
পাঁচদিনের জন্য আইসোলেশনে থাকতে হবে আর্চারকে। এই সময়ের মধ্যে দু’বার করোনা পরীক্ষা করা হবে এই পেসারের। পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তবেই আর্চার নামতে পারবেন তৃতীয় টেস্টে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে পাঠানো মেল-এ দুঃখ প্রকাশ করেছেন আর্চার। তিনি বলেছেন, ‘শুধু নিজেকে নয়, গোটা দলকে আমি বিপদে ফেলেছি।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584