ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ
গাজিয়াবাদে নির্বাচনী প্রচারে গিয়ে ভারতীয় সেনা বাহিনী কে “মোদি কি সেনা” বলে উল্লেখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আজ গাজিয়াবাদে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাত প্রসঙ্গে যোগী আদিত্যনাথ মন্তব্য করেন,’কংগ্রেসের লোকেরা জঙ্গিদের বিরিয়ানি খাওয়ায়। আর মোদীর সেনা বোমা আর গুলি দেয় সন্ত্রাসবাদীদের। কংগ্রেস আজহার মাসুদের মতো জঙ্গির সঙ্গে জি লাগিয়ে কথা বলে।
আর মোদীজির নেতৃত্বে সেই আজহারের ঘাঁটিই বোমা ফেলে ধ্বংস করা হয়।এটাই পার্থক্য।’আর এরপর যোগীর এই ‘মোদি কি সেনা’দাবির পর বিরোধীরা আক্রমণ করেছেন যোগী কে।বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।তিনি বলেন,‘ভারতীয় সেনাকে নিয়ে আমরা গর্বিত।ওঁরা সবার জন্য।দেশের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এই মন্তব্য প্রত্যাখ্যান করবে।’
আরও পড়ুনঃ সভায় উপস্থিত না থেকেও ফোন মারফত বক্তব্য রাখলেন যোগী
একই সাথে কংগ্রেসের জাতীয় মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদীর টুইটারে কটাক্ষ করে বলেছেন,’এবার ইন্ডিয়ান আর্মির নাম পাল্টে মোদী কি সেনা করে দিলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।এটা সেনবাহিনীর অপমান।ওঁরা ভারতের সেনা। প্রচার সর্বস্বমন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি নয়।আদিত্যনাথকে ক্ষমা চাইতে হবে।’
যোগী আদিত্যনাথের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রিপোর্ট তলব করছে নির্বাচন কমিশন। যোগী আদিত্যনাথ নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন কিনা তার রিপোর্ট তলব করেছেন গাজিয়াবাদের জেলা প্রশাসনের কাছে।
উল্লেখ্য,পুলওয়ামা জঙ্গি হামলার পরে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পাকিস্তানের বালাকোটায় পাল্টা প্রত্যাঘাত করা হয়েছিল।এরপর বিরোধীরা বারবার সেনাদেরকে নিয়ে বিজেপির ভোট প্রচারের অভিযোগ তুলে কাঠ গড়ায় দাঁড় করিয়ে ছিলেন বিজেপি তথা মোদি সরকারকে।সেনা ভোট ফায়দায় ব্যবহারের দৃষ্টান্ত ফের প্রকাশিত হয়ে গেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584