মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতে জরুরি ভিত্তিতে অনুমোদন পেল মার্কিন সংস্থা জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা। এটি সিঙ্গল ডোজ ভ্যাকসিন, অর্থাৎ একটি ডোজেই করোনা থেকে সুরক্ষা মিলবে। এই প্রথম ভারতে কোনও সিঙ্গল ডোজ ভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র দেওয়া হল। এই নিয়ে ভারতে মোট পাঁচটি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেল কেন্দ্রের কাছ থেকে।
শনিবার টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য লেখেন, “ভারত নিজের ভ্যাকসিনের সংখ্যা বাড়াচ্ছে। ভ্যাকসিনের ঝুড়িতে নতুন সংযোজন হল জনসন অ্যান্ড জনসন-এর করোনা টিকা। এবার থেকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ভারতে এই সিঙ্গল ভোজ করোনা টিকাটি ব্যবহার করা যাবে। বর্তমানে দেশের কাছে জরুরি অবস্থায় ব্যবহারের জন্য মোট পাঁচটি ভ্যাকসিন রয়েছে। এতে করোনা মোকাবিলায় ভারতের এই লড়াই আরও শক্তিশালী হবে।”
গত ৫ অগস্টই ভারতে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য আবেদন জানায় মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা জনসন অ্যান্ড জনসন। দেশে করোনা ভ্যাকসিনের অভাব মেটাতে দ্রুত সেই আবেদনে ইতিবাচক সাড়া দিল কেন্দ্র। এই টিকা আনার দায়িত্ব দেওয়া হয়েছে বায়োলজিক্যাল ই লিমিটেডকে। ভারত সরকারের সবুজ সংকেত পেয়ে উচ্ছ্বসিত মার্কিন কোম্পানিও।
আরও পড়ুনঃ ১৩ শতাংশ কমল দেশে দৈনিক সংক্রমণ, একদিনে মৃত্যু ৬০০-এর বেশি
জনসন অ্যান্ড জনসন সংস্থার দাবি, ক্লিনিক্যাল ট্রায়ালে ৮৫ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে এই ভ্যাকসিন। অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকরী হবে এই ভ্যাকসিন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই আমেরিকায় জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেয়েছিল জনসনের টিকা।
আরও পড়ুনঃ ফোনে হুমকি! মুম্বইয়ের তিনটি স্টেশনে বোমা, বিস্ফোরণ হতে পারে বিগ বি-র বাড়িতেও
এদিন জনসন অ্যান্ড জনসনের তরফে ভারতের মুখপাত্র বলেন, “ভারতের ভ্যাকসিনের ঝুলিতে নতুন সংযোজন জনসন অ্যান্ড জনসন-এর করোনা টিকা। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ, ৭ আগস্ট কেন্দ্র সরকার জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জনসন অ্যান্ড জনসন কোভিড-১৯ সিঙ্গল ডোজ ভ্যাকসিনকে অনুমোদন দিল। ১৮ বছর এবং তার থেকে বেশি বয়সের প্রত্যেকের ক্ষেত্রেই এই টিকা প্রযোজ্য।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584