দল বদল অব্যাহত,আরও একটি পঞ্চায়েত বিজেপির দখলে

0
43

পিয়ালী দাস,বীরভূমঃ

অব্যাহত ভাঙ্গন।সোমবার বীরভূম জেলা বিজেপি সভাপতির হাত ধরে সিউড়ি ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের ৫ সদস্য বিজেপিতে যোগদান করল।

নিজস্ব চিত্র

৫ জনের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত কোমা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝরনা বাগদী এবং উপপ্রধান সুমিত্রা টুডু।সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর অঞ্চল প্রধান ঝর্না বাগদী জানান,গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তিনি প্রধান হিসাবে কোন কাজ করতে পারেননি স্বাধীন ভাবে।

তৃণমূল কংগ্রেসের চাপে মানুষের জন্য কোন প্রকার উন্নয়নমূলক কাজ তিনি করে উঠতে পারেননি।তাই একপ্রকার বিরক্ত ও বাধ্য হয়েই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন।বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপ্রসাদ মন্ডল বলেন, দিন কয়েক আগে লিখিত আবেদনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের এই ৫ সদস্য বিজেপিতে যোগদানের আর্জি জানান।

আরও পড়ুনঃ মথুরাপুরে তৃণমূল থেকে পদ্মশিবিরে যোগদান

তারপর দলীয় স্তরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় তৃণমূল পরিচালিত কোমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এই পাঁচ সদস্যকে বিজেপি -তে যোগদান করানো হবে। সোমবার এদের হাতে বিজেপির পতাকা তুলে কোমা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে এলো।

মঙ্গলবার সকালে সদ্য প্রাক্তন তৃণমূলের এই ৫ জন সদস্য কে নিয়ে কোমা গ্রামে বিজেপি মিছিল করে পঞ্চায়েতের দখল নেবে।বীরভূম জেলা তৃণমূল সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, যাদের যাবার ইচ্ছে হয়েছে অবশ্যই যেতে পারে গণতান্ত্রিক পদ্ধতি মেনে।তাতে দলের খুব বেশি বড় ক্ষতি হবে বলে তিনি মনে করেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here