টিএমসিপি থেকে এবিভিপিতে যোগদান

0
137

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

রাজ্যে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে দলবদলে পালা অব্যহত।শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা কলেজের এই রকমই এক চিত্র উঠে আসে।

join from tmcp to abvp | newsfront.co
নিজস্ব চিত্র

এই দিন দ্বিতীয় বর্ষের ছাত্র অসীমের হাতে সংগঠনের পতাকা তুলে দেন এবিভিপি’র জেলা সভাপতি স্বরূপ মাইতি।গড়বেতার এবিভিপি নেতা প্রসেনজিৎ দত্ত বলেন, “গড়বেতা কলেজে টিএমসিপি ছেড়ে অনেকেই তাঁদের সংগঠনে আসার ইচ্ছে প্রকাশ করেছেন, এদিন অসীম কোলে এসেছেন, বাকিরাও শীঘ্রই আসবেন।”

আরও পড়ুনঃ ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগদান টোটো চালকদের

সংগঠন বদল করে অসীম বলেন, “টিএমসিপিতে থেকে কোনও সম্মান পাচ্ছিলাম না,আমাকে গদ্দার ভাবা হচ্ছিল,তাছাড়া টিএমসিপি বিশৃঙ্খল দল,

এসবের জন্যই এবিভিপিতে যোগ দিলাম।” গড়বেতা কলেজের টিএমসিপি নেতা মতিকুল্লা মণ্ডল বলেন, “যিনি এবিভিপিতে গিয়েছেন তিনি আমাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here