লাদাখ চিনের অংশ! কাঠগড়ায় টুইটার

0
32

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

Twitter | newsfront.co
প্রতীকী চিত্র

ভারতীয় মানচিত্র বিকৃত করে দেখানোর অভিযোগ এবার কাঠগড়ায় টুইটার। লাদাখকে চিনের মানচিত্রের অংশ হিসাবে দেখানোর অপরাধে টুইটারের কাছে কৈফিয়ত তলব করেছে সংসদীয় কমিটি, লিখিত আকারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাকে।

বুধবার মাইক্রোব্লগিং সাইট কর্তৃপক্ষ যৌথ সংসদীয় কমিটির তলবে প্রশ্নোত্তর পর্বে সামনাসামনি হয়। তথ্য সুরক্ষা বিল অনুসারে টুইটার কর্তৃপক্ষকে জেরা করে কমিটি।

আরও পড়ুনঃ ট্রাম্পের নির্বাচনী প্রচার ওয়েবসাইট হ্যাক

গত ২২ অক্টোবর টুইটারের সিইও জ্যাক ডোর্সিকে চিঠি লিখে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। ভারতীয় মানচিত্র বিকৃত করার অভিযোগ উঠেছে টুইটারের বিরুদ্ধে। এমনকি এই ঘটনায় ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতায় আঘাত করা হয়েছে যা একেবারেই উচিত হয়নি, বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদীয় কমিটির প্রধান তথা বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি টুইটার কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা দাবি করেছেন। তিনি বলেন লাদাখকে চিনের অংশ হিসাবে দেখানো ভারতের সার্বভৌমত্বের অবমাননা। এটি অত্যন্ত গুরুতর অপরাধ এবং এই অপরাধে ৭ বছরের সশ্রম কারাদণ্ড হওয়া উচিত।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সচিব অজয় সাহানি টুইটার কর্তৃপক্ষকে সতর্ক করে জানান, এই ধরণের অপচেষ্টা টুইটারের বিশ্বাসযোগ্যতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। তিনি চিঠিতে টুইটার কর্তৃপক্ষকে জানান,ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অসম্মান করার কোনওরকম চেষ্টাই মেনে নেবে না সরকার। সে শুধু মানচিত্রে প্রতিফলিত হলেও না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here