সাগরদ্বীপে তৃণমূলের জনসংযোগ কর্মসূচি

0
94

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

বৈচিত্রময় পৃথিবীর নিদারুন রূপ এই সুন্দরবন। সুন্দরবন জুরে রয়েছে ১০৮ টি দ্বীপ।যার মধ্যে সবচেয়ে বড় দ্বীপ দক্ষিন সুন্দরবনের সাগরদ্বীপ।

jonosong workshop of tmc | newsfront.co
নিজস্ব চিত্র

আজও স্মৃতি বিজরিত কপালকুন্ডলার মতন কাহিনী।সাগরদ্বীপে রয়েছে কপিল মুনির আশ্রম। বৈচিত্রময় সুন্দরবনবাসিদের কাছে গর্বের দ্বীপ সাগরদ্বীপ।দু’শতবছর ইংরেজ শাসনে এই দ্বীপ থেকে উঠে এসেছে আজাদ হিন্দ বাহিনির মতো বহু স্বাধীনতা সংগ্রামী।গান্ধীপন্থী বিপ্লবীরা স্মৃতি করেছে এই দ্বীপ ঘিরে।

স্বাধীন হয়েছে ঠিকই। কিন্তু স্বাধীন ভারতে আজও কি মানুষ স্বাধীন হতে পেরেছে!স্বাধীনতার পর কংগ্রেস সাগরদ্বীপ বিধানসভায় আধিপত্য শুরু করেছিল ঠিকই কিন্তু স্থায়ী হতে পারেনি দ্বীপবাসিদের কাছে।চাওয়া পাওয়া অভাব অনটন সবটাই ছিল বাম আমলে।

jonosong workshop of tmc | newsfront.co
বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ।নিজস্ব চিত্র

কিন্তু প্রত্যাশা প্রতিশ্রুতি সেখানে হার মেনেছে সাগর দ্বীপ বাসিদের কাছে।সময় বদলেছে, বদলেছে দ্বীপের হালহাকিকত।পরিবর্তনের পর আজ মানুষ স্বতস্ফূর্ত ভাবে এগিয়েছে যুগের হাওয়ার সঙ্গে।পালাবদলের পর অনেক পরিবর্তন হয়েছে ঠিকই।

jonosong workshop of tmc | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু পরিবর্তন হয়নি তোষন আর শোষনের রাজনীতি যা মানুষ বীতশ্রদ্ধা দলীয় ভাবে হাল ফেরানোর পাশাপাশি অভাব অভিযোগ শুনতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। দলের নিদেশে মুড়িগঙ্গা এক নম্বর পঞ্চায়েত দুটি বুথ দায়িত্ব পরেছে।পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এগিয়ে রয়েছে ১২ ও ১৩ নম্বর বুথ।

আরও পড়ুনঃ নামখানায় দিদিকে বলো জনসংযোগ কর্মসূচি অভিযান

সাগরব্লকের কচুবেড়িয়া শ্রমিক সংগঠন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজেন্দ্র খাঁড়া (সভাপতি সাগর পঞ্চায়েত সমিতি),বিদ্যুৎ কর্মাধক্ষ্য পাশাপাশি মুড়িগঙ্গা ১ নম্বর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নিরুপম জানা,অনিমেশ দাস মুড়িগঙ্গা অঞ্চল সভাপতি,শান্তনু জানা উপপ্রধান মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত।

মুড়িগঙ্গা এক নম্বর পঞ্চায়েত ১২ ও ১৩ নম্বর বুথ বিজেপির দখলে তাও সেখানে দিদিকে বলো কর্মসূচি করতে পথে নেমেছে সাগর ব্লক যুব তৃণমূল কংগ্রেস।দেড় বছরে উন্নয়নের প্রত্যাশা খুজতে কি এমন পরিকল্পনা ! উঠছে প্রশ্ন।মত রাজনৈতিক মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here