জন্টিই আমার অনুপ্রেরণা জানালেন ডি’ ভিলিয়ার্স

0
40

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

শুধু একটা রান আউট তাতেই কোটি মানুষের নয়নের মনি। ১৯৯২ বিশ্বকাপে ইনজামামকে করা জন্টি রোডসের ঝাঁপিয়ে করা রান আউট এখনো ক্রিকেটের হট কেক। সেটা দেখেই ক্রিকেট খেলার জন্য অনুপ্রেরণা প্রেরণা পেয়েছেন জানালেন এ বি ডি’ ভিলিয়ার্স।

A B Villiers | newsfront.co
ফাইল চিত্র

তিনি বলেন, ‘ছোটবেলা থেকে জন্টির প্রভাব আমার মধ্যে ছিল। ১৯৯২ বিশ্বকাপ যখন হয় আমার বয়স তখন আট। টিভিতে লাইভ দেখি ওই ম্যাচ।

আরও পড়ুনঃ এখন খেললে গাভাসকার ১৬ হাজারের ওপর রান করত বললেন ইনজামাম

ওই ম্যাচের পর ঘাসের উপর ড্রাইভ দিতাম শরীরের বিভিন্ন অংশ কেটেছেও। তবে আমার আক্ষেপ ওরকম রান আউট করতে পারিনি। ওর প্রভাব আমার জীবনে অনেক। জন্টি আমাদের ফিল্ডিং কোচ হয় ওর সঙ্গে কাজ করতে পেরে আমার জীবনের স্বপ্ন সত্যি হয়।‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here