প্রবল রাগে তরুণ সাংবাদিককে পিটিয়ে মারা হল উত্তরপ্রদেশে

0
83

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ফের সাংবাদিক হত্যার ঘটনা ঘটলো উত্তরপ্রদেশে। ঘটনাটি ঘটেছে সাহারানপুর জেলায়। ২৭ বছর বয়সী স্থানীয় সাংবাদিক সুধীর সাইনি নিজের মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন এবং সামনে একটি অল্টো গড়ীকে তিনি ওভারটেক করেন।

Uttarpradesh Police
ছবিঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

এতেই ভয়ঙ্কর রেগে যান গাড়ীতে থাকা ৩ যুবক। গাড়ী থামিয়ে নেমে আসেন তাঁরা তর্ক বিতর্কের পরে ঐ সাংবাদিককে প্রচন্ড মারধর করা হয় বলে অভিযোগ। এবং গুরুতর আহত অবস্থায় সুধীরকে সেখানে ফেলে রেখে পালিয়ে যান ওই ৩ যুবক। স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান, কিন্তু আঘাত এতটাই গুরুতর ছিল যে বাঁচানো যায়নি সুধীর সাইনি নামের তরুণ সাংবাদিককে।

আরও পড়ুনঃ গণধর্ষিতাকে মাথা মুড়িয়ে মুখে কালি দিয়ে প্রকাশ্য রাস্তায় ঘোরানোর অভিযোগ একদল মহিলার বিরুদ্ধে

সাহারানপুর জেলার সিনিয়র পুলিশ সুপার অশোক তোমর জানিয়েছেন এই সাংবাদিক হত্যার ঘটনায় ৩ অভিযুক্ত জাহাঙ্গীর, ফারমান ও মান্নারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী খুনের মামলা রুজু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here