নতুন ডিজিটাল মিডিয়া নিয়মে প্রথম নোটিস মনিপুরের সাংবাদিককে, পরে প্রত্যাহার

0
61

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মণিপুরের সাংবাদিককে নতুন ডিজিটাল মিডিয়া আইনে প্রথম নোটিস পাঠাল জেলা প্রশাসন, কিছুক্ষণ পরে তা প্রত্যাহারও করে নেওয়া হয়। তথ্য প্রযুক্তি আইনের অধীনে গাইডলাইন্স ফর ইন্টারমিডিয়ারিস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড ২০২১ অনুযায়ী নোটিস পাঠানো হয় ওই সাংবাদিককে।

Manipur Journalist | newsfront.co
পাওজেল চাওবা, এক্সিকিউটিভ এডিটর দ্যা ফ্রন্টিয়ার মণিপুর

গত ১৬ ফেব্রুয়ারি দ্য ফ্রন্টিয়ার মনিপুর নামে মণিপুরের একটি পোর্টালের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একটি আলোচনাসভা প্রচারিত হয় “Khanasi Neinast” নামে। আলোচনার বিষয়বস্তু ছিল ” সংবাদমাধ্যম কর্মীদের ওপর দমন পীড়ন, গণতান্ত্রিক পরিসরের অভাব ও বাকস্বাধীনতার অধিকার।“

আলোচনা সভায় যে পাঁচজন অংশগ্রহণ করেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বর্ষীয়ান সম্পাদক ধীরেন সাদকপাম, যাঁকে পুলিশ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতারকরে গত জানুয়ারি মাসে। দ্য ফ্রন্টিয়ার মণিপুরে তাঁর লেখা এক নিবন্ধের ভিত্তিতে তাঁর ওপর ইউএপিএ আইন প্রয়োগ করা হয়। এই আলোচনা সভা পরিচালনা করেন কিশোর চন্দ্র ওয়াংখেম।

এরপরেই ইমফল পশ্চিম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত একটি নোটিশ পাঠানো হয় ওয়াংখেমকে। তাতে নির্দেশ দেওয়া হয় Khanasi Neinasi এই অনুষ্ঠানের পরিচালক যেন অনুষ্ঠানে প্রচারের যাবতীয় তথ্য প্রমাণ সহ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাওরেম প্রবীণ সিং এর কাছে উপস্থিত হন। তারপরেই হঠাৎ করে মঙ্গলবার একই ভাবে নাওরেম প্রবীণ সিং এর দপ্তর থেকে ওয়াংখেমকে আরেকটি নোটিশ পাঠিয়ে জানানো হয়, অনিবার্য কারণ বশত আগের নোটিশটি প্রত্যাহার করা হলো।

আরও পড়ুনঃ অ্যামাজনের লোগো বদল ঘিরে বিতর্ক

জানা গিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে মণিপুরের মুখ্য সচিবকে চিঠি লিখে জানানো হয় যে, এই নতুন আইন ব্যবহারের অধিকার একমাত্র রয়েছে কেন্দ্রীয় সরকারের। কোনো রাজ্য সরকার, জেলা শাসক বা পুলিশ কমিশনার কারোর হাতেই এই আইন প্রয়োগের অধিকার নেই। এরপরেই প্রত্যাহার করে নেওয়া হয় ওয়াংখেমকে পাঠানো নোটিশ।

আরও পড়ুনঃ তাপপ্রবাহের উত্তাপ বাঁচিয়ে আন্দোলন চালিয়ে যেতে অভিনব আয়োজন কৃষকদের

প্রসঙ্গত উল্লেখ্য, কিশোর চন্দ্র ওয়াংখেম ২০১৮ সালে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে একটি ভিডিও পোস্ট করেন ফেসবুকে। সে কারণে তাঁকে জাতীয় সুরক্ষা আইন এবং দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। চার মাসেরও বেশি সময় কারাবাস করতে হয় তাঁকে।

২০২০ সালে আবার দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে, দু’মাসের বেশি সময় জেলে কাটাতে হয় তাঁকে। এরপর জানুয়ারি মাসে দ্য ফ্রন্টিয়ার মণিপুরের প্রধান সম্পাদক ধীরেন সাদকপামকে গ্রেফতার করা হয় ইউএপিএ ধারায়, ১৮ জানুয়ারি মুক্তি পান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here