ওয়েব ডেস্ক, দিল্লিঃ
চীনের কাছে সীমান্ত সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে সাংবাদিক রাজীব শর্মাকে। অফিসিয়াল সিক্রেট আইনে তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। আদালত ছয় দিন পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজীব শর্মাকে।
প্রেস ক্লাব অফ ইন্ডিয়া পাশে দাঁড়িয়েছে বিদগ্ধ সাংবাদিক রাজীব শর্মার। প্রেস ক্লাবের পক্ষ থেকে দ্বর্থহীন ভাষায় সমালোচনা করা হয়েছে দিল্লি পুলিশের। প্রেস ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের সন্দেহজনক অবস্থান বহু দিনের। আমরা রাজীব শর্মার গ্রেপ্তারীর খবরে স্তম্ভিত।
আরও পড়ুনঃ মোদীর হাতে রাজনৈতিক মূলধন আছে আর মাত্র ছ’মাসেরঃ সুব্রমনিয়ম স্বামী
তিনি দীর্ঘদিনের স্বাধীন ভাবে কাজ করা সাংবাদিক এবং প্রেস ক্লাবের মেম্বার। দিল্লি পুলিশ কোনো ভাবেই সন্দেহের ঊর্ধে নয়, তাদের পুরোনো অভ্যেস উঁচুতলার নির্দেশে মন গড়া রিপোর্ট তৈরি করে নিরপরাধকে ফাঁসিয়ে দেওয়ার। যা নিছক ক্ষমতার অপব্যবহার ব্যতীত অন্য কিছু নয়। দিল্লি পুলিশের তরফে বলা হয়েছে যথোপযুক্ত প্রমাণের ভিত্তিতেই সাংবাদিক রাজীব শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনঃ পুরোপুরি বেসরকারি হাতে ভারত পেট্রোলিয়াম, গ্যাসের ভর্তুকি নিয়ে উঠছে প্রশ্ন
প্রেস ক্লাব অফ ইন্ডিয়া আরও জানায়, দিল্লি পুলিশ, উঁচুতলার নির্দেশে এখন সিএএ- এনআরসি বিরোধী আন্দোলনে যুক্ত থাকা সকলকেই টার্গেট করছে। তা ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলকে। এবং প্রত্যেকের ক্ষেত্রে ইউএপিএ ধারা প্রয়োগ করা হচ্ছে। একই জিনিস লক্ষ্য করা গেছে ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব দিল্লিতে ঘটে যাওয়া ‘তৈরি করা’ সাম্প্রদায়িক সংঘর্ষে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584