নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
মুম্বই বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানে উঠতে দেওয়া হলনা সাংবাদিক রানা আয়ুবকে। অভিবাসন দপ্তর-এর আধিকারিকরা লন্ডনগামী বিমানে উঠতে বাধ দেন তাঁকে। ইডি-র অভিযোগ রানা আয়ুবের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সাংবাদিকদের একটি আলোচনা সভায় যোগ দিতে মঙ্গলবার লন্ডনে যাচ্ছিলেন তিনি। কিন্তু বিমানে ওঠার আগেই তাঁকে বাধা দেওয়া হয়। উল্লেখ্য, রানা কেন্দ্রের বিজেপি সরকারের একজন কঠোর সমালোচক, স্বাভাবিকভাবেই বিজেপির নেক নজরে থাকা সাংবাদিক তিনি নন।
এই ঘটনায় নিজের টুইটার হ্যান্ডলে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন রানা। তিনি লিখেছেন, লন্ডনে ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্টস-এ একটি অনুষ্ঠান যোগ দিতে যাচ্ছিলেন। সেখান থেকে ইটালি যাওয়ার কথা। সেখানে জার্নালিজম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাঁকে আটকে দেওয়া হল। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তাঁর টুইটার হ্যান্ডলে প্রায় ১ সপ্তাহের ওপর এই অনুষ্ঠানে যাওয়ার কথা ঘোষণা করেছেন, কিন্তু ইডি-র সমন তাঁর ইনবক্সে পৌঁছল মুম্বাই বিমানবন্দরে তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়ার পরে। এমনটাই দাবি করেছেন রানা।
I was stopped today at Mumbai immigration from travelling to deliver this address & onwards to @journalismfest to deliver d keynote speech on Indian democracy. I had made this announcement public over weeks, yet the ED summon very curiously arrived in my inbox after i was stopped https://t.co/BGNm8pcjlD
— Rana Ayyub (@RanaAyyub) March 29, 2022
তাঁর বিরুদ্ধে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থানায় আর্থিক অনিয়মের অভিযোগ দায়ের হয় গত সেপ্টেম্বর মাসে। অভিযোগ দায়ের করেন বিকাশ সাংক্রিত্যায়ন নামে এক ব্যক্তি যিনি ‘হিন্দু আইটি সেল’ নামে এক এনজিও চালান। এই অভিযোগের ভিত্তিতে রানার বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত শুরু করে ইডি। ১ এপ্রিল ফের তাঁকে জেরার জন্য ডাকা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584