উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থীর নামের তালিকা রবিবার বেলা সাড়ে তিনটে নাগাদ ঘোষণা করা হয়। এই তালিকায় একেবারে ওপরের দিকে হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী হিসেবে নাম জ্বলজ্বল করছিল সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তের নাম।
তিনি বিজেপির বুদ্ধিজীবী সেলের পদাধিকারিও বটে।একই সঙ্গে তিনি আরএসএসের সক্রিয় সদস্য। কিন্তু নিজের প্রার্থীপদ ঘোষণার পাঁচ মিনিটের মধ্যেই রন্তিদেব সেনগুপ্ত জানিয়ে দেন, তিনি এবার নির্বাচন লড়ছেন না। এই ঘটনায় রাজ্য বিজেপি নেতৃত্ব বেকায়দায় পড়েন বলে খবর।
তবে এই বিষয়ে তারা প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন। যদিও রন্তিদেব সেনগুপ্ত বলেন,’আমি এবার নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক নই। বিজেপি প্রার্থী হবার জন্য কেউ কিছু বলেননি। আমি দলের সব প্রার্থীর হয়ে প্রচার করতে ইচ্ছুক। আমি মনে করি আমার থেকেও যোগ্য অনেক প্রার্থী রয়েছে। তাঁদের মধ্যে যে কেউ হাওড়া দক্ষিণে প্রার্থী হোন। আমার এবিষয়ে শুভ কামনা রইল।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584