ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
গত ২০ তারিখ গাজিয়াবাদের বিজয়নগরে নিজের বাড়ির কাছে আততায়ীদের হাতে গুলিবিদ্ধ সাংবাদিক বিক্রম জোশীর মৃত্যু হয়েছে।
জোশীর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার জানিয়েছেন যে তাঁর মাথায় গভীরভাবে বুলেট ইঞ্জুরি ছিল।
পরিবারের অভিযোগের পর ইতিমধ্যে ঘটনায় স্টেশন ইনচার্জকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুরু করা হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আসলে বেশ কিছুদিন ধরে কিছু দুষ্কৃতী বিক্রমের ভাইজিকে উত্ত্যক্ত করছিল। গত রবিবার সে এ বিষয়ে বিজয়নগর থানায় অভিযোগ লেখাতে যায়। তার পরদিনই দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয় ও তিনি গুলিবিদ্ধ হন।
বিক্রমের ভাই অনিকেত জোশী সংবাদমাধ্যমকে জানান, “বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতীরা তার ভাইজিকে উত্ত্যক্ত করছিল। বিক্রম তার প্রতিবাদ জানায় ও থানায় অভিযোগ করে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584