আইএফএ সচিব পদ ছাড়তে চান জয়দ্বীপ

0
63

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

বছর শেষে নড়ে গেল কলকাতা ময়দান। দেনার দায়ে ডুবে থাকা আইএফএ-কে কর্পোরেট করে স্পনসর এনে দেওয়া। লকডাউনের সময় কর্মীদের সময় মত মাইনে দেওয়া। আইএফএ-কে বাণিজ্যিকভাবে সফল করতে উদ্যোগী হওয়া সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায় পদত্যাগ করতে চান।

joydeep mukherjee | newsfront.co
জয়দ্বীপ মুখোপাধ্যায়

রাজ্য ফুটবল সংস্থার দায়িত্ব ছাড়তে চেয়ে সভাপতি অজিত বন্দোপাধ্যায় আর চেয়ারম্যান সুব্রত দত্তকে চিঠি পাঠিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। তবে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না তাই সরতে চান তিনি। সামনেই যেহেতু আই লীগের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হচ্ছে কলকাতাতে। তাই আই লীগ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ মুস্তাক আলি প্রস্তুতির জন্য জিমে বাংলা দল

করোনা সময়েও দ্বিতীয় ডিভিশন আই লীগ করেন কলকাতাতে বায়ো বলয় করে। কয়েকদিন আগেই আইএফএ শিল্ড পুরোনো ফর্ম্যাটে। নতুন বছরের শুরুতে শুরু হচ্ছে আই লীগ। যা জয়দ্বীপের উদ্যোগেই কলকাতাতে হচ্ছে। শোনা যাচ্ছে দু’দিন আগে ইস্টবেঙ্গল মাঠে কন্যার্শী কাপে নিয়ম বর্হিঃভূতভাবে ফুটবলার খেলায় ইস্টবেঙ্গল।

সেই খেলা বাতিল করে সেমিফাইনাল ম্যাচের রিপ্লে চায় আইএফএ। ইস্টবেঙ্গল কর্তারা আইএফএ-র কিছু লোককে দিয়ে এই সিদ্ধান্ত বদলের চাপ দিতে অভিযোগ হচ্ছে ইস্টবেঙ্গল কর্তা তথা আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়ের উপরে তিনি ক্ষমতা প্রয়োগ করে ইস্টবেঙ্গলকে সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করেন এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সচিব তাই পদত্যাগ।

আরও পড়ুনঃ ভারতের আগুনের বোলিংয়ে প্রথম দিনের শেষে চাপে অজিরা

মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলছেন, “ইস্টবেঙ্গল ক্লাব তো চিরকাল আইএফএকে নিজেদের দখলে নিয়ে সব সুবিধা নেয়। ওদের কর্তা আইএফএ সভাপতি। সেই প্রভাব খাটানোর এবারও চেষ্টা করেছেন। কিন্তু জয়দ্বীপ বাংলা ফুটবল ও ছোটো ক্লাবের উন্নতি চান। তাই প্রতিবাদ করেন। যদি সত্যিই ও সরে যায় বাংলা ফুটবলের জন্য এটা খারাপ বার্তা হবে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here