উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
আজ বাংলা সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা। আজ, শনিবার তাঁর সফরের লক্ষ্য ছিল মালদার চাষিরা ৷ নির্ধারিত সময়ের বেশ কিছুটা সময় পর মালদায় নামে তাঁর হেলিকপ্টার৷ প্রথমে তিনি যান কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ রিসার্চ সেন্টারে ৷
সেখানে কিছু সময় কাটিয়ে সোজা সাহাপুরের ময়দানে চলে যান তিনি৷ সেখানে তখন অপেক্ষা করছেন প্রায় বত্রিশো কৃষক৷ তাঁদের সামনে বক্তব্য রাখতে গিয়ে নাড্ডা বলেন, ‘বাংলার কৃষকরা আমাকে তাঁদের সঙ্গে সহভোজ করার সুযোগ দিয়েছেন৷ তার জন্য ধন্যবাদ৷ প্রায় চল্লিশ হাজার গ্রামসভায় কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচি চলবে৷
এখনও পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ লাখ কৃষককে এই অভিযান কর্মসূচির মাধ্যমে সংযুক্ত করা হয়েছে৷ তেত্রিশ হাজার গ্রামে আমরা পৌঁছোতে পেরেছি৷ প্রায় ত্রিশ হাজার গ্রামসভায় এই কর্মসূচি পালিত হয়েছে৷ এই রাজ্যে মমতাদিদি কৃষকদের সঙ্গে অত্যন্ত অন্যায় করেছেন৷ প্রধানমন্ত্রী প্রত্যেক কৃষককে বছরে ছ’হাজার টাকা সম্মাননিধি দিচ্ছেন৷ কিন্তু দিদি শুধুমাত্র ইগোর জন্য সেই প্রকল্প এখানে চালু হতে দেননি৷
আরও পড়ুনঃ অধিকারী পরিবারকে নাম না করে ‘মীরজাফর কোম্পানি’ বলে কটাক্ষ অভিষেকের
তাই এই রাজ্যের সত্তর লাখ কৃষক এই প্রকল্প থেকে বঞ্চিত৷ তাঁরা দু’বছরে বারো হাজার টাকা পাননি৷ এখন যখন রাজ্যের পঁচিশ লাখ কৃষক সরাসরি কেন্দ্রের কাছে এই প্রকল্পের সুবিধে পেতে আর্জি জানিয়েছেন, তখন দিদির টনক নড়েছে৷’এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ করতে শুরু করেন নাড্ডা৷ তাঁর নিশানায় ছিলেন অভিষেকও ৷
তিনি বলেন, “দিদি, ভোট চলে এসেছে৷ এখন আপনি কিছু বললেই সামনে থেকে জয় শ্রী রাম ধ্বনি ওঠে৷ মমতাদি কো ইতনা গুস্সা কিউ আতা হ্যায়? কৃষকদের স্বার্থ দেখলে তাঁকে এই দিন দেখতে হত না৷ কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে দেশের উনত্রিশটি রাজ্যের মধ্যে বাংলার স্থান চব্বিশ তম৷ এখানে সেচ ব্যবস্থা নেই, কৃষিপণ্য রাখার গুদাম নেই৷ প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত প্রকল্পে এক লাখ কোটি টাকা দিয়েছেন যাতে কৃষকরা আত্মনির্ভর হতে পারেন৷ এবার ভোট হবে৷ তাতে এর প্রতিচ্ছবি মিলবে।’
আরও পড়ুনঃ ‘যব তক হাত, তব তক কংগ্রেস কা সাথ’ জানালেন মিঠুদা
তিনি বলেন, ‘মমতাদিদিকে টাটা, নমস্কার৷ এখন যেখানে যাই, সেখানেই পিসি আর ভাইপোর হাত জোড় করা ছবি দেখতে পাই৷ বাংলার মানুষ মমতাদিকে, ভাইপোকে নমস্কার করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন৷ সব কিছুর চোর কে? তা সবাই জানেন৷ কাটমানি কে নেয়? কৃষকরা জানেন৷ মোদিজি কৃষিখাতে পনেরশো কোটি টাকা বরাদ্দ করেছেন৷ মধুচাষিদের জন্য ন্যাশনাল হানি মিশন তৈরি করেছেন৷ কৃষকদের জন্য ট্রেনের বন্দোবস্ত করেছেন৷ এই রাজ্যে দুশো পঁয়ষট্টি কিলোমিটার জাতীয় সড়কের জন্য দু হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন৷ এই টাকায় দু’টি করিডর নির্মাণ করা হবে৷’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584