উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
উত্তরবঙ্গে রথযাত্রার সূচনা করতে আগামী ৫ই ফেব্রুয়ারি ফের রাজ্য আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলা দখল করতে বিভিন্ন ভাবে প্রচারের সাথে রথযাত্রাকে সামনে আনতে চান কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক দলগুলির তৎপরতা৷ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির একের পর এক কেন্দ্রীয় নেতা রাজ্যে এসেছেন৷ ফের ৫ই ফেব্রুয়ারি রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷
ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হচ্ছে বিজেপির রথযাত্রা৷ উত্তরবঙ্গে সেই রথযাত্রার সূচনা করতেই রাজ্যে আসবেন নাড্ডা৷ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যজুড়ে বিজেপির রথযাত্রা কর্মসূচি চূড়ান্ত হয়৷ দিল্লিতে অমিত শাহ, জেপি নাড্ডা ও কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে রথযাত্রার দিনক্ষণ ঠিক করা হয়৷ বৈঠকে ঠিক হয়, রাজ্যের সব কটি বিধানসভা আসনেই এই রথযাত্রা শুরু করা হবে ৷
আরও পড়ুনঃ ৩০ জানুয়ারি বাজেট নিয়ে ভার্চুয়াল সর্বদলীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী
মূলত, রথযাত্রাকে পাঁচটি জোনে ভাগ করেছেন বিজেপি নেতারা। সেইমতো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন নেতা-নেত্রীকে। বিজেপি সূত্রে খবর, রথযাত্রা কর্মসূচিতে অংশ নিতে দশ ও এগারোই ফেব্রুয়ারি রাজ্যে আসবেন অমিত শাহ। টানা এক মাস ধরে চলবে এই রথযাত্রা। পাঁচটি জোন থেকে এই রথযাত্রা শুরু হলেও মার্চ মাসের প্রথমে এক জায়গায় মিলিত হবে তারা। রথযাত্রা সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আনার পরিকল্পনা করা হয়েছে রাজ্য বিজেপির তরফে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “দল আগামী দিনে রথযাত্রাকে সামনে রেখেই রাজ্যজুড়ে প্রচারে নামবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584