নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শুধু উচ্চমাধ্যমিক নয়, এবার মাধ্যমিকের নম্বরকেও গুরুত্ব দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাংলায় অনার্স নিয়ে ভর্তি হতে গেলে ৩০ শতাংশ গুরুত্ব পাবে মাধ্যমিকে বাংলা এবং ইংরেজিতে প্রাপ্ত নম্বর। বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডমিশন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
আগে প্রাথমিকভাবে কথা হয়েছিল উচ্চমাধ্যমিকে যে পরীক্ষাগুলি হয়নি, শুধুমাত্র সেগুলিতেই মাধ্যমিকের নম্বর যাচাই করা হবে। কিন্তু উচ্চমাধ্যমিকের বাংলা পরীক্ষা হয়েছে। তা সত্ত্বেও এহেন সিদ্ধান্ত কেন নেওয়া হল? জানা গিয়েছে এবছর করোনা পরিস্থিতির কারণে প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাচ্ছে না বলেই বাংলা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুনঃ হাসপাতালের আধিক্যই দক্ষিণ-পূর্ব শহরতলিতে সংক্রমণ বৃদ্ধির কারনঃ আলাপন
বাকি ৭০ শতাংশ নির্ভর করবে উচ্চমাধ্যমিকে বাংলা (৫৫ শতাংশ) এবং ইংরেজিতে (১৫ শতাংশ) প্রাপ্ত নম্বরের উপর। ইংরেজির ক্ষেত্রে ৫০ শতাংশ গুরুত্ব পাবে উচ্চমাধ্যমিকে প্রাপ্ত ভাষাপত্রগুলির নম্বর। বাকি ৫০ শতাংশ গুরুত্ব থাকবে সেরা চারটি বিষয়ে প্রাপ্ত মোট নম্বরের উপর।
আরও পড়ুনঃ নতুন শিক্ষানীতিতে সীলমোহর, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পাল্টে করা হল শিক্ষা মন্ত্রক
আন্তর্জাতিক সম্পর্ক, সমাজতত্ত্ব, সংস্কৃত অনার্সের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের সেরা চারটি বিষয়ের নম্বর দেখা হবে। ইতিহাসের ক্ষেত্রে সেরা তিনের সঙ্গে যুক্ত হবে সেরা ভাষা পত্রের নম্বরও। তবে এদিন অর্থনীতি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584