ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
জাস্টিস এস মুরলীধরের বদলির বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বদলি নোটিশ ধরানো হল ‘২০০২ নারোদা গাম দাঙ্গা’ মামলার বিচারক এম কে দাভে’কে।এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৎকালীন গুজরাট মোদি সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেত্রী মায়া কোডনানি।
শুক্রবার গুজরাট হাইকোর্টের জারি করা নোটিশ অনুযায়ী আমেদাবাদ সিটি সিভিল কোর্টের মুখ্য বিচারপতি এম কে দাভে বদলি হয়ে গুজরাটের ভালসাদ জেলার মুখ্য বিচারপতি হিসাবে কাজে যোগ দেবেন। তাঁর জায়গায় আসবেন বিচারপতি এস কে বক্সী।
Special SIT judge, who was hearing final arguments in 2002 Naroda Gam riot case in which former BJP minister Maya Kodnani is an accused, transferred: Gujarat HC notification
— Press Trust of India (@PTI_News) March 8, 2020
‘২০০২ নারোদা গাম দাঙ্গা’ মামলার চূড়ান্ত শুনানি শুরু হয়ে গিয়েছিল। বর্তমানে মায়া কোডনানি’র আইনজীবী তাঁর যুক্তি পেশ করেছিলেন।বিচারপতি দাভের বদলির ফলে নতুন বিচারপতিকে সম্ভবত চূড়ান্ত শুনানি আবার নতুন করে শুনতে হবে। এর আগেও এই একই মামলার আরেক বিচারপতি ২০১৭ সালে অবসর নিয়েছিলেন।
২০০২ সালে গুজরাট দাঙ্গায় যে ৯টি বড়সড় ঘটনায় সুপ্রিম কোর্ট নিয়োজিত বিশেষ তদন্তকারী দল সিট তদন্ত করেছে, তার মধ্যে অন্যতম এই ‘২০০২ নারোদা গাম দাঙ্গা’ মামলা। গোধরায় ট্রেনে অগ্নিকান্ডের প্রতিবাদে বনধ চলাকালীন নারোদা গাম এলাকায় ১১ জন সংখ্যালঘুকে হত্যা করা হয়।কোডনানি সহ ৮০ জনের বিরুদ্ধে এই মামলায় বিচার চলছে।(ফিচার ছবি সৌজন্যে-hwnews.in)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584