বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এস.কে সিনহার বিরুদ্ধে বিচার শুরু

0
101

মুনিরুল তারেক, বাংলাদেশঃ

বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা-সহ ৮ জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং বাংলাদেশে এই প্রথম কোনো প্রধান বিচারপতির বিরুদ্ধে বিচারকাজ চলছে।

S K Sinha | newsfront.co
বিচারপতি এস.কে সিনহা। সংবাদ চিত্র

ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। চলতি বছর ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলাটি ঢাকার বিশেষ জজ-৪-এ বদলি করেন।

২০১৯ সালের ১০ জুলাই দেশটির ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। ১০ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক বেনজীর আহমেদ।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত রামমন্দির ট্রাস্টের প্রধান মোহন্ত নিত্যগোপাল দাস

এর আগে ৪ ডিসেম্বর কমিশনের সভায় ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয়া হয়। এ বছর ৫ জানুয়ারি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ফারমার্স ব্যাংকের দুটি অ্যাকাউন্ট থেকে ৪ কোটি টাকা ঋণ নেয়ার ক্ষেত্রে জালিয়াতির প্রমাণ পাওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক দুর্দান্ত পর্যায়েঃ ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার

এসকে সিনহা ছাড়া মামলার অন্য আসামিরা হচ্ছেন- ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, ব্যাংক গ্রাহক টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here