সুরক্ষা সরঞ্জামের দাবিতে আরজি করের ২০০ জুনিয়র চিকিৎসকের বিক্ষোভ, এনআরএসে আক্রান্ত নার্স

0
47

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কিছুদিন আগে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ঠিকমত সুরক্ষা সরঞ্জাম মিলছে না, এই অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হয়েছিলেন এমআরবাঙুর এবং কলকাতা মেডিক্যাল কলেজের শিক্ষকরা। এবার এই একই অভিযোগ তুলে সোমবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করলেন আরজিকর হাসপাতালের ২০০ জন জুনিয়র চিকিৎসক।
ক্ষুব্ধ জুনিয়র ডাক্তারদের বক্তব্য, চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে না কর্তৃপক্ষ। এই নিয়ে তারা সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে প্রেস বিবৃতি দিয়ে কর্মবিরতির কথা জানিয়ে দেন।

R G kar | newsfront.co
প্রতীকী চিত্র

করোনা পর্বের শুরুতে কলকাতা-সহ একাধিক জেলার হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের অভিযোগ ছিল, ফ্রন্টলাইন ওয়ার্কারদের পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী দিচ্ছে না সরকার। এ নিয়ে রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি রাজ্যে।

Notice | newsfront.co
প্রেস বিজ্ঞপ্তি

এ ব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য ছিল, কেন্দ্রীয় সরকার এই ধরনের সামগ্রী দিয়ে কোনওরকম সাহায্য করেনি রাজ্যকে। নবান্নের উদ্যোগেই তা তৈরি করা হচ্ছে। তারপর প্রতিদিনের প্রেস কনফারেন্সে রাজ্য সরকার হিসেব দেওয়া শুরু করে কত পিপিই, মাস্ক, গ্লাভস অর্ডার দেওয়া হয়েছে, কতগুলি হাতে এসে পৌঁছেছে এবং কত বিতরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার সাংবাদিক বৈঠকে বলেন, “এগুলো কোনওটাই রেডিমেড পাওয়া যায় না। সবটাই তৈরি করাতে হচ্ছে।”

আরজি করের জুনিয়র চিকিৎসকদের কাজ বন্ধ ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা অনেকের। কারণ এই হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা হচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজের মতো হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত করা হয়েছে। তার ফলে অন্য রোগীদের ভরসা আরজিকর হাসপাতাল। তবে এই নিয়ে কোনও কথা বলতে চাননি আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে, ফের করোনা সংক্রমণ মিলল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, বেবি নার্সারিতে কর্মরত এক নার্সের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে বলে জানা গিয়েছে। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ সংস্পর্শে আসাদের তালিকা করতে শুরু করেছে। কাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে তার তালিকা তৈরির কাজ চলছে বলে জানা গিয়েছে। শিশুরা যাতে সংক্রামিত না হয়, তার জন্যও বিশেষ ভাবে আলাদা রাখার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here